অঞ্জন চ্যাটার্জি, স্পোর্টস ডেস্কঃ
করোনাকে হারিয়ে প্রায় দীর্ঘ ছ’মাস পর অনুশীলনে ফিরছে বাংলা ক্রিকেট। ১৫ সেপ্টেম্বর থেকে কল্যাণীতে অনুশীলন শুরু করবেন অরুণ লালের ছেলেরা। তবে ১৫ সেপ্টেম্বর থেকে ঠিক অনুশীলন নয় জিম ও ফিটনেস ট্রেনিং শুরু হবে, সামাজিক দূরত্ব মেনে। গ্রুপে অনুশীলনের সময় থাকবেন চারজন ক্রিকেটার, এদিন এমনটা জানালো সিএবি।
এদিকে বিসিসিআইয়ের স্বাস্থ্যবিধি মেনে করোনা আবহে ক্রিকেট শুরু করার জন্য টাস্কফোর্স গঠন করল সিএবি, আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন বাংলা দলের অপারেশনাল ম্যানেজার জয়দীপ মুখোপাধ্যায়
এছাড়াও রয়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেন, ইস্টবেঙ্গল সহ সচিব ডাক্তার শান্তিরঞ্জন দাশগুপ্ত, ডাক্তার সপ্তর্ষি বসু ও ডাক্তার আসিফ ইকবাল। মেডিক্যাল চেয়ারম্যান প্রদীপ কুমার দে ও শান্তনু মিত্রও রয়েছেন কমিটিতে।
আরও পড়ুনঃ তিন প্রধানের নামে গেট করতে ক্রীড়ামন্ত্রীকে নির্দেশ মুখ্যমন্ত্রীর
এদিকে বুধবারই বিসিসিআইয়ের স্বাস্থ্যবিধি মেনে করোনা আবহে ক্রিকেট শুরু করার জন্য টাস্কফোর্স গঠন করল সিএবি। আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ক্রিকেটার হিসেবে কমিটিতে রয়েছেন বাংলা ক্রিকেট দলের অপারেশনাল ম্যানেজার জয়দীপ মুখোপাধ্যায়।
এছাড়াও রয়েছেন রাজ্যসভার সদস্য ডাক্তার শান্তনু সেন, ডাক্তার শান্তিরঞ্জন দাশগুপ্ত, ডাক্তার সপ্তর্ষি বসু ও ডাক্তার আসিফ ইকবাল। মেডিক্যাল চেয়ারম্যান প্রদীপ কুমার দে ও শান্তনু মিত্রও রয়েছেন কমিটিতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584