মনিরুল হক, কোচবিহারঃ
তৃণমূল প্রভাবিত বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতি মাথাভাঙা ১ নং ব্লক কমিটির পক্ষ থেকে স্থানীয় বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে কুড়ি দফা দাবি নিয়ে স্মারকলিপি দেয়।
এই ডেপুটেশন কর্মসূচীতে নেতৃত্ব দেন বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির কোচবিহার জেলা সভাপতি সুনীল ঈশর, আমিনুর রহমান, শফিকুল ইসলাম, প্রদীপ দাস প্রমুখরা। পৃথক এই দুটি ডেপুটেশন গ্রহণ করেন ব্লকের জয়েন্ট বিডিও সৌভিক সরকার ও পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা বর্মন।
ডেপুটেশন দেওয়ার পর সুনীল বাবু বলেন, কুড়ি দফা দাবি নিয়ে সভাপতি ও বিডিও-র কাছে ডেপুটেশন প্রদান করা হলো। দাবিগুলোর মধ্যে অন্যতম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার উন্নয়ন মূলক কাজের ক্ষেত্রে প্রতিবন্ধীদের তিন শতাংশ সুযোগ-সুবিধা প্রদান করতে হবে, ১০০ দিনের কাজে প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে হবে, প্রতিবন্ধী ভাতা দ্রুততার সঙ্গে প্রদান করতে হবে, প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার, ট্রাইসাইকেল, কানের যন্ত্র ইত্যাদি প্রদান করতে হবে।
আরও পড়ুনঃ মাথাভাঙ্গায় সিএএ বিরোধী আন্দোলন তৃণমূলের
এবিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা বর্মন ও জয়েন্ট বিডিও সৌভিক সরকার বলেন, বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে কুড়ি দফা দাবি পত্র পেয়েছি, দাবি গুলো বিবেচনা করে দেখা হবে। এদিন ডেপুটেশন দেওয়ার আগে প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে শিকারপুর এলাকা থেকে বিডিও অফিস পর্যন্ত একটি মিছিল ও পথসভা করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584