শ্যামল রায়, পূর্ব বর্ধমানঃ
বুধবার সারাবাংলার গ্রামীণ চিকিৎসকরা এনআরসি, সিএএ ও এনপিআর-এর বিরোধিতায় বিক্ষোভ মিছিল করল। বাংলার কয়েক হাজার গ্রামীণ চিকিৎসকরা এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে প্রতিবাদে সরব হন।
গ্রামীণ চিকিৎসকদের দাবি, এনআরসি-সহ একাধিক কেন্দ্রের চালু করা কালাকানুন বাতিল করতে হবে।
এদিন প্রগ্রেসিভ রুরাল মেডিকেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক জয়ন্ত চক্রবর্তী জানিয়েছেন যে বাংলা জুড়ে কয়েক হাজার গ্রামীণ চিকিৎসক রয়েছেন, যারা দিন রাত নিরলসভাবে প্রাথমিক স্বাস্থ্যপরিষেবা দিয়ে যাচ্ছেন গ্রামগঞ্জে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সকল গ্রামীণ চিকিৎসকদের কথা ভেবেছেন এবং ইতিমধ্যে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে হাসপাতালের চিকিৎসকরা, স্বাস্থ্য দফতরের আধিকারিকরা এই সকল গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে শিক্ষিত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন।
আরও পড়ুনঃ দূর্গাপুরে সিএএ বিরোধী পদযাত্রায় মমতা
উনি আরও জানান, কেন্দ্র সরকার শান্তিপ্রিয় ভারতবাসীদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য এনআরসি, সিএএ ও এনপিআর নামক কালাকানুন চালু করে আতঙ্কিত করে তুলেছেন দেশবাসীকে।
পূর্ব বাংলা থেকে লক্ষ্য লক্ষ্য উদ্বাস্তু মানুষ বাংলার বিভিন্ন জেলায় শান্তিভাবে বসবাস করে যাচ্ছে। তাদের উপর এই ধরনের কালাকানুন আঘাত হানছে। সংগঠনের তরফ থেকে কালাকানুন বাতিলের দাবিতে আমরা আজ সড়কে উপস্থিত হয়েছি এবং কলকাতার রাস্তায় নেমেছি।
এদিন কলকাতার মেডিকেল কলেজের এক নম্বর গেট থেকে হাজার হাজার গ্রামীণ চিকিৎসকরা বিক্ষোভ মিছিল করে শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করেন। মিছিলটি এসে শেষ হয় ধর্মতলা প্রাঙ্গণে। বিভিন্ন জেলা থেকে মিছিলে অংশ নিয়েছিলেন বিভিন্ন প্রান্তের গ্রামীণ চিকিৎসকরা।
উপস্থিত ছিলেন গ্রামীণ চিকিৎসা সংগঠনের পক্ষে শমীক সরকার, রেবতী রমন খান, হান্নান হালদার, সুজিত চক্রবর্তী ও মিরাজুল সেখ-সহ অনেকে। আওয়াজ ওঠে কেন্দ্রের কালাকানুন বাতিল করতে হবে এবং গ্রামীণ চিকিৎসকরা যাতে সরকারিভাবে স্বীকৃতি লাভ করে গ্রামগঞ্জের সাধারণ মানুষের চিকিৎসা করতে পারেন তার ব্যবস্থা করতে হবে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা রেখে এই সমস্ত গ্রামীণ চিকিৎসকরা কেন্দ্রের কালাকানুন এনআরসি, সিএএ এবং এনপিআর-এর বিরোধিতায় স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন শহর। গ্রামীণ চিকিৎসকরা দলে দলে যোগদান করে এর প্রতিবাদে সরব হন। মিছিলে অংশগ্রহণকারীরা শহর পরিক্রমার অংশ হয়ে নিজেদেরকে সমৃদ্ধ করেছেন বলে জানিয়েছেন শেখ শফিউল্লাহ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584