মোহনা বিশ্বাস, কলকাতাঃ
আর অবসরপ্রাপ্ত কর্মচারীদের পুনর্নিয়োগ নয়। এবার রাজ্য সরকারের বিভিন্ন দফতরে চাকরির সুযোগ করে দেওয়া হবে নতুনদের। কর্মসংস্থান বৃদ্ধির তাগিদে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বিভিন্ন সরকারি দফতরগুলিতে দ্রুত শূন্যপদ পূরণের জন্য অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ না দিয়ে নতুনদের সুযোগ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের চিঠিতে। সরকারি দফতরে নতুনদের নিয়োগের ফলে খরচও কমে যাবে বলে মনে করছে প্রশাসনের একাংশ।
অবসরের পর বিভিন্ন সরকারি দফতরের কর্মচারী ও আধিকারিকের পুনর্নিয়োগের বিশদ তথ্য দিতে হবে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে। সমস্ত দফতরকে এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে। যদি সংশ্লিষ্ট দফতরের অধীনস্থ বিভিন্ন সংস্থায় পুনর্নিয়োগ করা হয়, তাহলে সেই তথ্যও পাঠাতে হবে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে।
আরও পড়ুনঃ ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
শুধু তাই নয়, প্রতি মাসের ৭ অগাস্টের মধ্যে চিঠিতে অবসরপ্রাপ্ত কর্মচারীদের নামের তালিকা এবং তথ্য পাঠাতে বলেছে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর। এমনকী, যদি কোনও কর্মচারীর মৃত্যু হয়, তবে সেই তথ্যও চিঠিতে জানাতে বলেছে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584