এসএসসি গ্রুপ ডি কর্মী নিয়োগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের রাজ্যের

0
78

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

ঘোষণা হয়েছিল, ২০১৬ সালে এসএসসি গ্রুপ ডিতে ১৩০০০ কর্মী নিয়োগ হবে। সেই মোতাবেক বিজ্ঞপ্তি জারি করা হয়। ২০১৯ সালে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়। কিন্তু অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় অনেক নিয়ম বর্হিভূতভাবে কর্মী নিয়োগ করা হয়েছে। ২৫ জন চাকুরী প্রার্থীর নিয়োগ প্রক্রিয়ার নথি জমা করে হাইকোর্টে মামলা করা হয়। পরে নিয়োগ সচিবকে বিচারপতি অভিজিৎ মুখোপাধ্যায় ২৫ জনের নথি নিয়ে হাজির হতে বলেন। তখনই তিনি জানিয়েছিলেন নথির প্রমাণ পত্র সন্তোষজনক না হলে প্রয়োজনে সিবিআই তদন্ত করাবেন।

Kolkata highcourt

বিচারপতি অভিজিৎ মুখোপাধ্যায় নিয়োগ প্রক্রিয়ায় যে বেনিয়মের অভিযোগ তুলেছিলেন। গতকাল সোমবার কলকাতা হাইকোর্ট সেই অভিযোগ গুলোকে খতিয়ে দেখার জন্য তদন্তভার তুলে দিয়েছে সিবিআই-এর হাতে। সিবিআইকে তদন্ত ভারের রায় ঘোষণা করেন বিচারপতি অভিজিৎ মুখোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ।

আরও পড়ুনঃ ‘হিংসা রোধে’ প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে,জানাতে হবে শীর্ষ আদালতে

তবে এই রায়কে এবার চ্যালেঞ্জ জানিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকার এই রায়ের বিপক্ষে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করেন। উল্লেখ্য, মঙ্গলবার এই ডিভিশন বেঞ্চে রাজ্যের করা মামলা গৃহীত হবে। মামলার শুনানি বুধবার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here