আগামী ৩ বছরের চুক্তিতে দিল্লির সংস্থা থেকে বিমান ভাড়া নিল রাজ্য সরকার

0
93

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ফ্রান্সের জেসল্ট সংস্থার তৈরি দুই ইঞ্জিনের ফ্যালকন ২০০০ বিমান আগামী তিন বছরের জন্য ভাড়া নিল রাজ্য সরকার। মুলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের অন্য ভিআইপিদের জন্যই এই বিমান ভাড়া নেওয়া হচ্ছে বলে খবর।

falcon aircraft
ফ্যালকন ২০০০

দশ আসনের এই বিমানটি এখনও কলকাতায় এসে পৌঁছায়নি। নবান্ন সুত্রে জানা গিয়েছে আগামী দু তিন দিনের মধ্যেই রাজ্যে পৌঁছে যাবে বিমানটি। সুত্রের খবর এই বিমানটির জন্য মাসে কমপক্ষে সওয়া দু কোটি টাকা খরচ হবে সরকারের। দিল্লির যে সংস্থার কাছ থেকে বিমানটি ভাড়া নেওয়া হয়েছে, সেই চুক্তিতে বলা আছে, প্রতি মাসে ন্যূনতম ৪৫ ঘণ্টা ওড়ার টাকা দিতে হবে। প্রতি ঘণ্টায় ওড়ার খরচ প্রায় পাঁচ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রীর উত্তর বঙ্গ সফরের কথা রয়েছে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে,সেটিই সম্ভবত বিমানটির এই রাজ্যে প্রথম উড়ান হতে চলেছে।

আরও পড়ুনঃ প্রাক্তন বিচারপতি রঞ্জন গগই-র রাজ্যসভায় মনোনয়নকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের সুপ্রিম কোর্টে

জানা গিয়েছে ওই বিমানের সঙ্গেই আসছেন দুজন পাইলট, এক জন ইঞ্জিনিয়ার এবং একজন বিমানসেবক। আগামী তিন বছর তাঁরা শহরের এক পাঁচতারা হোটেলে থাকবেন। তবে তাঁদের খরচ আলাদা করে রাজ্যকে দিতে হবে না। বিমানটি তিন বছর থাকবে কলকাতা বিমানবন্দরে।

আরও পড়ুনঃ করোনার তৃতীয় ঢেউয়ের প্রাথমিক লক্ষণ কিছু রাজ্যে, মত আইসিএমআর-এর

২০২৪-এর নির্বাচনে মোদী বিরোধিতার প্রধান মুখ এখন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বিভিন্ন রাজ্যের অন্যান্য দলের নেতানেত্রীদের সঙ্গে তাঁকে যোগাযোগ রেখে চলতে হচ্ছে। মাঝেমধ্যেই তাঁর প্রয়োজন হতে পারে অন্য রাজ্যগুলিতে যাওয়ার। এই সব কারণে এই ভাড়ার বিমান যথেষ্টই কাজে লাগবে বলেই মনে করছেন সকলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here