মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনার দ্বিতীয় ঢেউ সরতে না সরতেই তৃতীয় ঢেউয়ের আগমন ঘটতে চলেছে। এবার করোনা পরিস্থিতি আরও জটিল হবে বলে মনে করা হচ্ছে। আর সেই কারণেই টিকাকরণের উপর বেশি জোর দেওয়া হচ্ছে। মঙ্গলবার করোনা পরিস্থিতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ওই বৈঠকে মূলত করোনার তৃতীয় ঢেউ মোকাবিলার বিষয়টি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি উঠে আসে দুয়ারে সরকার, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো কর্মসূচির বিষয়। জেলাশাসকদের এই সব বিষয়ে নির্দেশও দিয়েছেন তিনি।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকটি জায়গায় করোনা সংক্রমণ নিয়ে চিন্তিত প্রশাসন। সেই কারণে প্রশাসনের তরফ থেকে আরও বেশি করে টিকাকরণ শিবির করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, দরকারে জেলাগুলিতে মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার বিষয়টিকে মাথায় রেখেই বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যসচিব। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
করোনা পরিস্থিতি বিবেচনা করে পুজোর পর স্কুল খোলার পরিকল্পনার কথা আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে শিক্ষক ও শিক্ষাকর্মীদের টিকাকরণে জোর দিতেও বলা হয়েছে। শুধু শিক্ষক নন, তাঁর পরিবারের সকলকেও টিকা দেওয়ার বিষয়টি নজরে রাখতে হবে। পাশাপাশি, সামগ্রিক ভাবে টিকাকরণের গতি বাড়াতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।
আরও পড়ুনঃ করোনা টিকার দ্বিতীয় ডোজ নেননি প্রায় দেড় কোটিরও বেশি দেশবাসী, রিপোর্ট
শুধু তাই নয়, মঙ্গলবারের বৈঠকে স্টুডেন্টস ক্রেডিট কার্ড নিয়েও আলোচনা হয়। সেখানে তিনি জানিয়েছেন, কোনও কোনও জেলায় যে ক্রেডিট কার্ডের কাজ ঠিক করে হচ্ছে না, সে খবর প্রশাসনের কাঠে আছে। আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করাতে হবে। দরকারে এগিয়ে আসতে স্থানীয় সমবায় ব্যাঙ্কগুলিকেও।
আরও পড়ুনঃ শিশুদের বিষয়ে অযথা আতঙ্ক নয়, ভারত সম্ভবত অতিমারির শেষ পর্যায়ে, জানালেন হু-র প্রধান বিজ্ঞানী
এই বৈঠকেই তিনি জানান, রাজনৈতিক ব্যক্তিত্বরা যেন কোনও ভাবেই এসবের মধ্যে না থাকেন। প্রয়োজন হলে কন্যাশ্রী বা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করানোর দায়িত্ব দেওয়া যেতে পারে। তবে যেন স্বচ্ছতার সঙ্গে এই কাজ গুলো করা হয়। এমনটাই জানিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584