রবিবারের মেনুতে থাকছে ‘চিংড়ির মালাইকারি’

0
247

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

করোনার জেরে দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ দোকানপাট, অফিস-কাছারি। তবে সবজি বাজার আর মাছের বাজার কিন্তু এই লকডাউনের আওতায় পরেনি। করোনা সংক্রমণ থেকে বাঁচতে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে পা রাখছেন না কেউ। লকডাউন পিরিয়ডে বাড়ি বসে দিব্যি ছুটি কাটাচ্ছেন মাছ প্রিয় বাঙালিরা।

Chingrir malaikari | newsfront.co

লকডাউন আর রবিবার যদি একসাথে জুটি বাঁধে তাহলে তো সোনায় সোহাগা। সেদিন বাড়ির মেনুতে থাকতেই হবে চিংড়ির মালাইকারি অথবা চিকেন কষা। এইসব ভেবে জিভে জল আসাটাই স্বাভাবিক। আর ঠিক সেইজন্য আগামী রবিবার আপনাদের জন্যও থাকছে ‘চিংড়ির মালাইকারি’।

ঘরে বসেই পেয়ে যাবেন এই সুস্বাদু পদটি। কীভাবে? বিষয়টা এবার একটু বিস্তারিতভাবে বলছি। আগামী রবিবার অর্থাৎ ১৭ মে প্রকাশ্যে আসতে চলেছে দেবলীনা সেন পরিচালিত অডিও প্লে ‘চিংড়ির মালাইকারি’।

আরও পড়ুনঃ ‘গুলাবো সিতাবো’ হল একটুকরো জীবন, বললেন বিগ বি

করোনা মহামারী বিশ্বজুড়ে একটি বিপর্যয় সৃষ্টি করেছে। এই মারণ ভাইরাসের প্রভাবে মধ্যবিত্ত এবং নিম্ন-মধ্যবিত্ত জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। এইরকম কঠিন সময়ে সমস্ত পরিবার তাদের ব্যস্ততাকে সামলে সারাদিনের বেশিরভাগ সময়টাই একসাথে কাটানোর চেষ্টা করছেন। এই বাস্তবতাটাই জীবন্ত হয়ে উঠবে ‘চিংড়ির মালাইকারি’তে।

এক্সিকিউটিভ প্রোডিউসর দেবলীনা সেনের কনসেপ্টের উপর ভরসা করে এই অডিও প্লে-টির স্ক্রিপ্ট এবং সংলাপ লিখেছেন মালঞ্চ ধর। একাধারে তিনি যেমন একজন শিক্ষিকা তেমনি তিনি একজন স্ক্রিপ্ট রাইটারও। এই অডিও প্লেটিতে বিনয় সেনের চরিত্রে কণ্ঠ দিয়েছেন পরিচালক রাজর্ষি দে। অনুপমা সেনের চরিত্রে কণ্ঠ দিয়েছেন সাংবাদিক শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায়। সুমিত সেনের চরিত্রে অভিনেতা সুদীপ সরকার-এর কণ্ঠ শোনা যাবে। পরমা সেনের চরিত্রে কণ্ঠ দিয়েছেন প্রাক্তন সাংবাদিক রেশমী বাগচী। সুকুমার দাসের চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেতা রানা বসু ঠাকুর এবং অডিও প্লে-টিতে সোহিনী সেনের চরিত্রে কণ্ঠ শোনা যাবে অভিনেত্রী হৃতিষা হালদারের।

এখানেই শেষ নয়, ‘চিংড়ির মালাইকারি’তে ব্যবহৃত হয়েছে প্রাক্তন সাংবাদিক দেবদূত ঘোষঠাকুর রচিত কবিতা ‘হাসির দাওয়াই’। কবিতা পাঠের দায়িত্বে রয়েছেন অধ্যাপিকা সুতপা ঘোষঠাকুর। এছাড়াও অডিও প্লে-টির সঙ্গীতের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন পত্রাঞ্জলি নন্দী। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন সৌরভ সোনালী চৌধুরী। অঙ্কনের মাধ্যমে চিংড়িকে আরও সতেজ করে তুলেছে ঈশান চ্যাটার্জি। পাবলিসিটি ডিজাইনের দায়িত্বে রয়েছেন দেবশ্রী ঘোষ এবং ইংরেজী অনুবাদ করেছেন স্নেহা সেন।

তাহলে সবটা আপনারা জানলেন। আর মাত্র একটা দিনের অপেক্ষা। এই রবিবার একদম মিস করবেন না ‘চিংড়ির মালাইকারি’। শুধুমাত্র আপনার জন্য ঠিক রাত সাড়ে আটটায় দেবলীনা সেনের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এই অডিও প্লে-টি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here