নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
রাজ্যে ২০ মাস পর খুলতে চলেছে স্কুল কলেজ। শিলিগুড়িতে উত্তর কন্যার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, আগামী ১৫ নভেম্বর থেকে রাজ্যে খুলবে সরকারি- বেসরকারি স্কুল, কলেজ।
মুখ্যমন্ত্রী বলেন, ৬ তারিখ ভাইফোঁটা, এরপর ছট পুজো ও জগদ্ধাত্রী পুজো। তারপরে স্কুল কলেজ স্যানিটাইজেশন সেরে ১৫ নভেম্বর থেকে খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান। এ বিষয়ে যাবতীয় পরিকল্পনা সেরে ফেলার নির্দেশও দিলেন মুখ্যসচিবকে। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শুরু হবে।
২৪ অক্টোবর, রবিবার একাধিক কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সোমবার শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই মুখ্যসচিবকে স্কুল খোলার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
We will resume our schools for std 9th to 12th from November 15th: West Bengal CM Mamata Banerjee in Siliguri pic.twitter.com/GB9XRdfBwj
— ANI (@ANI) October 25, 2021
মুখ্যসচিবকে নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘‘১৫ তারিখ থেকে স্কুল-কলেজ খোলা হোক। তবে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুলগুলি। তাই স্কুল-কলেজ শুরু হওয়ার আগে প্রস্তুতির জন্য স্কুল-কলেজ কর্তৃপক্ষদের সময় দিতে হবে। ২৭ অক্টোবরের মধ্যেই স্কুলগুলিতে স্যানিটাইজেশনের কাজ শেষ করতে হবে।” এদিকে, স্কুলের নবম থেকে দ্বাদশের পড়ুয়াদের অভিভাবকদের ডেকে স্কুলের জীবাণুমুক্তির তথ্যও জানাতে হবে বলে জানাচ্ছেন জেলা স্কুল পরিদর্শকরা। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর নবান্নের তরফ থেকে জানানো হয়, ১৫ নভেম্বর ছুটি পড়ছে তাই ১৬ নভেম্বর থেকে স্কুল খুলবে।
আরও পড়ুনঃ ব্যক্তিগত উদ্যোগে ৩৭০ ধারা বাতিল করেন নরেন্দ্র মোদী, বললেন অমিত শাহ
উৎসবের মরশুম শেষ হলেই পড়ুয়াদের জন্য খুলে যাবে স্কুল-কলেজের দরজা। তবে স্কুল-কলেজে নিয়মিত ক্লাস হবে কি না বা করোনা পরিস্থিতিতে প্রতি ক্লাসে কতজন করে পড়ুয়া থাকবেন, এ বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০২০ সালের মার্চে করোনা পরিস্থিতির জন্য প্রাথমিকভাবে ৩১ মার্চ স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তারপর আবার নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আর স্কুল-কলেজ খোলা হয়নি। স্থগিত হয়ে যায় বেশ কয়েকটি পরীক্ষা। বেশকিছু পরীক্ষা আবার বাতিলও করে দেওয়া হয়। এরপর বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই প্রায় ২০ মাস পর স্কুল খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584