এসএসকেএম থেকে ডাক্তার-নার্সদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, একই সঙ্গে পদোন্নতি-বাসস্থানও

0
87

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

প্রতি মাসে দুসপ্তাহ অন্তর একটি করে বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে নিজে ১ ঘণ্টা করে উপস্থিত থাকবেন একথা গত সপ্তাহেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি মত এদিন এসএসকেএম হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী আর শুধু আসাই নয় করলেন বেশ কিছু বড় ঘোষণা এবং ডাক্তার, নার্স এবং কোয়াক ডাক্তারদের জন্যও খুশির খবর শোনালেন তিনি।

Mamata banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এ দিন প্রথমবার চিকিৎসক ও প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করলেন তিনি। বৈঠক শেষে বেশ কয়েকটি ঘোষণা করলেন তিনি।

• হিডকোর চেয়ারম্যান ফিরহাদ হাকিমকে ১০ কাঠা জমি বরাদ্দ করতে বলেন তিনি। যাতে সেখানে ডাক্তার ও নার্সদের আবাসন তৈরি করা যায়।

• যেসব নার্সরা বহুদিন কাজ করছেন তাদের প্র্যাকটিশনার নার্স হিসেবে পদোন্নতির ঘোষণা।

• কোয়াক ডাক্তার যারা ভাল কাজ করছেন, তাঁদের স্বীকৃতি দিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কাজে লাগানো।

• হাসপাতালগুলির পরিকাঠামোগত উন্নতি।

• নতুন হস্টেল তৈরি।

• হাসপাতালের ভিতরে এক বিভাগ থেকে অন্য বিভাগে যাওয়ার রাস্তা তৈরি।

• এসএসকেএম থেকে ক্যান্সার হসপিটাল যাওয়ার জন্য ফুটব্রিজ তৈরি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here