চাষের জমিতে খড় পোড়ানো নিয়ে অভিযোগ

0
66

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

সম্প্রতি পাঞ্জাব-হরিয়ানায় চাষের জমিতে গমের ধান পোড়ানোর কারণে ওই এলাকায় প্রচন্ড ধোঁয়াশার সৃষ্টি হয়। বেড়েছে বায়ু দূষণ।

complaint about brunt khor | newsfront.co
নিজস্ব চিত্র

তাই দক্ষিণ দিনাজপুর জেলার কৃষি দফতর, জেলার পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকায় বলা হয়েছে যে চলতি ধান কাটার মরসুমে জমিতে ধান কেটে নিয়ে যাওয়ার পর ধানের অবশিষ্টাংশ খড়ের জমিতে পোড়ানো চলবে না। এই খড় পোড়ালে একাধারে যেমন পরিবেশ দূষিত হয়, তেমনি জমির চারিত্রিক ক্ষতিও ঘটে।

জমিতে বসবাসকারী উপকারী জীবেরও বিনাশ হয়।তাই খড় পোড়াতে মানা করে কৃষি দফতরের পক্ষ থেকে প্রচার চালানোও হচ্ছে। কিন্তু কৃষি দফতরের এই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও অনেক কৃষকই তাদের জমিতে খড় পুড়িয়েই চলেছে।

আরও পড়ুনঃ বিজেপি নেতার নামে পোস্টার পড়া নিয়ে চাঞ্চল্য এলাকায়

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লক, কুমারগঞ্জ ব্লক-সহ অনেক ব্লকেই কৃষি দফতরের নির্দেশকে তোয়াক্কা না করে এই খড় পোড়ানো চলছে। এখন দেখার কৃষি দফতর শুধু নির্দেশিকা জারি করেই খান্ত থাকে নাকি এর বিরুদ্ধে আবারও কোনও পদক্ষেপ নেয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here