রাজ্যে শিশুদের জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে নয়া নির্দেশিকা জারি স্বাস্থ্যভবনের

0
78

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

রাজ্যজুড়ে বাড়ছে শ্বাসকষ্ট এবং জ্বরে আক্রান্ত শিশুদের সংখ্যা। মালদহে ইতিমধ্যেই অজানা জ্বরের কারণে মৃত্যু হয়েছে তিন শিশুর। প্রথমে জলপাইগুড়ি থেকে এই সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে উত্তরবঙ্গের একাধিক জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গেও বহু শিশু এই অজানা জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছে। হাওড়া, হুগলি থেকে আসা শিশুরাও জ্বর নিয়ে ভর্তি রয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। করোনা পরিস্থিতির মধ্যে শিশুদের এই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চিন্তিত স্বাস্থ্য ভবনও। আর সেই কারণেই পরিস্থিতির উপর নজর রাখতে একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করেছিল স্বাস্থ্য ভবন।

Child unknown fever
সৌজন্যেঃ এএনআই

এবার রাজ্যে শিশুদের জ্বর এবং শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে নির্দেশিকা (‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’) জারি করল স্বাস্থ্য ভবন। আক্রান্ত শিশুকে পর্যবেক্ষণের পদ্ধতি, তার ঘরোয়া চিকিৎসা এবং কী ভাবে বিপদের পূর্বাভাস বোঝা সম্ভব, তা বলা হয়েছে বিশেষজ্ঞ কমিটির গঠিত ওই নির্দেশিকায়।

আরও পড়ুনঃ পুরুলিয়ার বরাবাজারে উদ্ধার চিকিৎসকের পচাগলা মৃতদেহ, তদন্তে পুলিশ

রাজ্য স্বাস্থ্য দফতরের জারি করা ওই ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’-এ রয়েছে হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত শিশুদের চিকিৎসা পদ্ধতি সংক্রান্ত নির্দেশিকা। এছাড়াও কীভাবে, কোন পরিস্থিতিতে অক্সিজেন বা ভেন্টিলেটর ব্যবহার করতে হবে রয়েছে সেই সংক্রান্ত নির্দেশিকাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here