বেতনের জন্য হাপিত্যেশ মাদ্রাসা শিক্ষকদের,নেই কোন আশার আশ্বাস

0
533

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদঃ

কথা ছিল পুজোর অগ্ৰিম হিসাবে অক্টোবর মাসের বেতন অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। সেটা হয়নি এবং একই ক্যাটাগরির অন্তর্ভুক্ত স্কুল শিক্ষকদের অক্টোবর মাসের বেতন অনেক আগেই হয়ে গেলেও মুর্শিদাবাদ জেলার সর্বশিক্ষা মিশন(SSM) পোস্টের কমবেশি ৩০০ মাদ্রাসা শিক্ষকের বেতন এখনও হয়নি। ক্ষোভ এখানেই!

 

আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হল বহরমপুর শিক্ষা ভবনের সামনে। বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের মুর্শিদাবাদ জেলা সভাপতি মীর শমীম উদ্দিন ও রুহুল আমিনের নেতৃত্বে কয়েকশো ফোরাম সদস্য মুর্শিদাবাদ ডি আই’কে আজ ডেপুটেশন দেয় ।

(জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে বেতনের জন্য দরবার শিক্ষকদের।নিজস্ব চিত্র)

ফোরামের তরফে দাবি করা হয়, বেতন না হওয়ার কারণ হিসাবে ডিআই পূরবী দে বিশ্বাস কোনও সদুত্তর দিতে পারেননি। তবে তিনি আশাবাদী দু-একদিনের মধ্যে বেতনের টাকা শিক্ষকেরা পেয়ে যাবেন। নিউজ ফ্রন্টের পক্ষ ডিআইকে ফোনে যোগাযোগ করা যায়নি।

জেলা শিক্ষা ভবনের সম্মুখে বিক্ষোভ রত।নিজস্ব চিত্র

ঘটনার প্রতিক্রিয়ায় ফোরামের সদস্য আসিকুল আলম  জানান, “মাদ্রাসা শিক্ষকদের প্রতি এরকম বৈমাতৃসুলভ আচরণের কারণ পরিস্কার হলনা। পুজোর অগ্ৰিম তো দুরে থাক এখনো বেতনই হলোনা।  শীঘ্রই সমস্যা না মিটলে  শুরু হবে চরম আন্দোলন।”

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here