অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ধারাবাহিকতার অভাব! না কোচ অরুণ লালকে ছাড়া ফোকাস নড়ে গেল টিম বেঙ্গলের এটা নিয়ে পর্যালোচনা শুরু হয়ে গেল। জয়ের হ্যাটট্রিক করার পরে প্রথমে অসম ম্যাচ তারপর সোমবার সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে তামিলনাড়ুর কাছে ৮ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল তারা।
এদিন ইডেনে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় তামিলনাড়ু। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রান তুলে বাংলা।
বাংলার হয়ে অসাধারণ ইনিংস খেলেন কাইফ আহমেদ তিনি ৬৩ রানে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে তামিলনাড়ু।
আরও পড়ুনঃ ইনিংসে পাঁচ উইকেট দখল করে নজির সিরাজের
তামিলনাড়ুর হয়ে এন.জগাদিশান ৭১ রানে অপরাজিত থাকেন ও অধিনায়ক দীনেশ কার্তিক ৪৭ রানে অপরাজিত থেকে বাংলার স্বপ্নতে ছাই ফেলে দেয়। ইডেনে শিশির ফ্যাক্টর হয়ে গেল বঙ্গ বোলিংয়ের কাছে ব্যর্থ পেস ও স্পিন বিভাগ। আর শ্রী বৎসর স্ট্যাম্প মিসও ফ্যাক্টর হয়ে গেল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584