নবনীতা দত্তগুপ্ত , বিনোদন ডেস্কঃ
‘২৪ তম সানঘাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ‘ইন্টারন্যাশনাল ফিল্ম প্যানোরমা’ প্রতিযোগিতায় জায়গা পেল শুভ্রজিৎ মিত্র পরিচালিত ছবি বাংলা ছবি ‘অভিযাত্রিক’।
‘অপুর সংসার’ ছবির শেষে মাত্র ছয় বছরের কাজলকে কাঁধে নিয়ে কোনও অজানা উদ্দেশ্যে পাড়ি দেয় অপু। কী সেই উদ্দেশ্য? এই প্রশ্নের উত্তর নিয়েই হাজির হয়েছে ‘অভিযাত্রিক’। এই ছবিতে অপু ও কাজল কেন্দ্রবিন্দু।
সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’-এর ৬০ বছর পূর্তিতে সত্যজিৎ রায়কে শ্রদ্ধার্ঘ জানাতেই এই ছবি শুভ্রজিতের।
আরও পড়ুনঃ বাংলাদেশের স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীতে নতুন আঙ্গিকে নজরুলের গান
আগেই ‘অভিযাত্রিক’কে ‘২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ বেছে নেওয়া হয়েছে জাতীয় চলচ্চিত্র প্রতিযোগিতার জন্য। এবার এই নতুন সফরে অপু-কাজল।ছবিতে অপুর চরিত্রে ধরা দিয়েছেন অর্জুন চক্রবর্তী এবং অপর্ণার চরিত্রে দিতিপ্রিয়া রায়।
বলা বাহুল্য, দিতিপ্রিয়ার টলি কেরিয়ারে অপর্ণার চরিত্র উজ্জ্বল নক্ষত্রের ন্যায় অবস্থান করবে। টেলিভিশনের রানি মা এখানে আরও সাদামাটা, আরও অন্যরকম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584