নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ
ঋতুপর্ণা সেনগুপ্ত এবং কৃষ্ণা কয়ালের নিবেদনে আসছে ‘পার্সল’। আনুষ্ঠানিকভাবে সামনে এল ছবির অফিসিয়াল ট্রেলার। হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, কৃষ্ণা কয়াল, ছবির পরিচালক ইন্দ্রাশিস আচার্য, অনিন্দ্য চ্যাটার্জি, দামিনী বেনি বসু, জয় সরকার সহ আরও অনেকে৷
গল্পের কেন্দ্রে রয়েছে নন্দিনী ও তার স্বামী সৌভিক। এরা দুজনেই ডাক্তার। কিন্তু নন্দিনী এক বিশষ কারণে আজ আর ডাক্তারি করে না। কী সেই বিশেষ কারণ সেটাই চমক ছবির। তবে নন্দিনীর কাছে অজানা অচেনা কেউ ফুল, গিফট, ছবি পাঠায়। নন্দিনীর মতে কেউ তাকে ব্ল্যাকমেইল করছে। কে সে? কী লাভ তার নন্দিনীকে ব্ল্যাকমেইল করে? নাকি পূর্বেকার কোনও সম্পর্ক তাড়া করছে নন্দিনীকে? বলবে ‘পার্সল’।
নন্দিনীর চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত, সৌভিকের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়, সুব্রতর চরিত্রে অনিন্দ্য চট্টোপাধ্যায়, রাতুলের চরিত্রে অম্বরীশ ভট্টাচার্য, সুজার চরিত্রে তিয়াসা দাশগুপ্ত, সুজার গভর্নেসের চরিত্রে শ্রীলা মজুমদার, অরুন্ধতীর চরিত্রে দামিনী বেনি বসু। ছবুর সম্পাদনা করেছেন মলয় লাহা, ক্যামেরায় শান্তনু দে, সাউন্ডে সুকান্ত মজুমদার।
খুব শীঘ্রই দর্শক দরবারে আসছে ‘পার্সল’। দেখে শুনে নিতে ভুলবেন না যেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584