নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
তৈরি হয়ে গিয়েছিল অনেক আগেই। কিন্তু তা মর্তে আসতে খানিক বিলম্বই হল। রাস্তা তো কমটা নয়। সুদূর স্বর্গ থেকে মর্তে আসতে সময় তো লাগবেই। ভাবছেন কে এল আবার? আরে, ইউনিকর্ন। স্বর্গীয় ঘোড়া। এর গতিবেগ আলোর সঙ্গে তুলনীয়।
এহেন এক প্রাণীকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসা মানুষের কম্ম নয়। লেখার শুরুতে গৌরচন্দ্রিকার একটাই কারণ- পরিচালক তথাগত মুখার্জির হাত ধরে হাজির ‘ইউনিকর্ন’ নামের একটি বাংলা ছবি। ছবি বলাই ভাল। স্বল্প সময়ের হলেও এটি শর্ট ফিল্মের সময়সীমা ভেঙেছে।
২৩ এপ্রিল থেকে ডিজনি প্লাস হটস্টার-এ স্ট্রিমিং এই ছবির। ছবির নাম কেন ‘ইউনিকর্ন’ তা ছবিটি না দেখলে বোঝা দায়। তাই ছবির গল্প এখানে না পড়ে দেখে নেওয়াই ভাল।তথাগত ছোট থেকেই গল্প শুনতে আর বলতে ভালোবাসেন। তারই প্রতিফলন এই ছবি। ছবিতে মুখ্য চরিত্রগুলিতে রয়েছেন দেবলীনা দত্ত মুখার্জি, চিরঞ্জিত চক্রবর্তী, রাজর্ষি দে প্রমুখ। জলের তলায় শুটিং হয়েছে এই ছবির। ছবির নির্মাণে রয়েছে এহেন অনেক চমক।
আরও পড়ুনঃ প্রেক্ষাগৃহে মুক্তির পথে ‘রাধে’, হাজির ট্রেলার
ছবির পরিচালনা ও চিত্রনাট্য দুই দিকই সামলেছেন তথাগত মুখার্জি।২০ এপ্রিল ছিল দেবলীনার জন্মদিন। স্ত্রীকে ডিজনি প্লাস হটস্টারে এই ছবির আগমনের খবর দেওয়ার মতো বড় গিফট আর রিটার্ন গিফট কিছু হতেই পারে না বলে মনে করেন তথাগত মুখার্জি।প্রোমোদ ফিল্মস-এর ব্যানারে পি এস এস এন্টারটেইনমেন্ট-এর সহযোগিতায় নির্মিত এই ছবি ডিজনি প্লাস হটস্টার-এ আজ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584