স্কুলজীবনের নস্ট্যালজিয়া ফিরবে ‘আবার বছর কুড়ি পরে’

0
175

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

serial | newsfront.co

ফেলে আসা স্কুলজীবন কে মিস করেন না বলুন তো? হয়ত একজনও নয়। স্কুলের দিদিমণি, পড়া না পারায় মাস্টারমশাইয়ের কাছে বকা শোনা, টিফিনে বাইরে বেরিয়ে ফুচকা, আলুকাবলি খাওয়া, হঠাত করে স্কুল ছুটি হয়ে যাওয়া, প্রচণ্ড বৃষ্টিতে প্রিন্সিপাল বা হেড মাস্টারের ‘রেইনি ডে’ ঘোষণা করা, বন্ধুর সঙ্গে টিফিন ভাগ করে খাওয়া আবার প্রাণের বন্ধু কোনওদিন স্কুলে না গেলে নিজেরও কোনও না কোনও অজুহাতে স্কুল কামাই করা– এসব কি ভোলার কথা?…

serial | newsfront.co

এহেন নস্ট্যালজিয়াকে উস্কে দিতে পরিচালক শ্রীমন্ত সেনগুপ্ত হাজির ‘আবার বছর কুড়ি পরে’ শিরোনামের একটি বাংলা ছবি নিয়ে। গল্প এবং চিত্রনাট্য লিখেছেন পরিচালক স্বয়ং এবং মোনালি সেন চৌধুরী। সংলাপ লিখেছেন পরিচালক শ্রীমন্ত স্বয়ং। ক্যামেরায় প্রতীপ মুখার্জি। সঙ্গীত পরিচালনায় রণজয় ভট্টাচার্য।
গল্প আবর্তিত হয় স্কুল লাইফের চার বন্ধু অরুণ, নীলা, দত্ত, বনিকে কেন্দ্রে রেখে। এরা এক একজন এক এক ভাবে ভীষণ ব্যস্ত নিজেদের জীবনে।

bangla serial | newsfront.co

ঠিক কুড়ি বছর পর দত্ত’র তৎপরতায় সকলে মিলিত হয় রি-ইউনিয়নে। কী ভাবে ভিন্ন ভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলো এক জায়গায় হয় আর তারপর কী ঘটে সেটাই দেখার এই ছবিতে। স্কুলজীবন এবং পরবর্তীতে তাদের প্রাপ্ত বয়স্ক জীবন দুটি দিকই উঠে আসবে এই ছবিতে।

আরও পড়ুনঃ দেওরের সঙ্গে পরকীয়ায় লিপ্ত নুসরত! হাজির ‘ডিকশনারি’র ট্রেলার

female actress | newsfront.co

আরও পড়ুনঃ দিদির দরবারে নুসরত, মিমি, পায়েল, তনুশ্রী

ছবির অরুণ অর্থাৎ আবির চট্টোপাধ্যায় কর্পোরেট সংস্থায় কর্মরত। পর্দায় আবিরের ছোটবেলার ভূমিকায় রয়েছেন আর্য দাশগুপ্ত। অর্পিতা অর্থাৎ বনি এখন চিকিৎসক। তাঁর স্কুলজীবনের চরিত্রে দিব্যাসা দাস। তনুশ্রী ওরফে ছবির নীলাঞ্জনা এখন গৃহবধূ, যার ছোটবেলায় পর্দায় দেখা যাবে তানিকা বসুকে।

এ ছাড়াও অন্যান্য সব চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, রবি শাহ, স্বাগতা বসু, প্রসূন দাশগুপ্ত, রাজর্ষি নাগ, অরিত্র দত্ত বণিক প্রমুখ। ‘পি এস এস এন্টারটেইনমেন্ট’ এবং ‘প্রমোদ ফিল্মস’এর নিবেদনে আসছে এই ছবি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here