নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বেশ অনেকদিন পর চিত্র পরিচালনার দায়িত্বে নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু। বুদ্ধদেব গুহ’র দুটি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে তিনি চিত্রনাট্য তৈরি করেছেন তাঁর ‘ডিকশনারি’ ছবির।
গল্পের নায়িকা স্মিতা বয়সে বেশ খানিকটা বড় স্বামী অশোকের সঙ্গে সুখী নয়৷ গড়ে ওঠে না নিজেদের মধ্য বন্ধুত্ব। নেই প্রেম ৷ আর এই সব রকমের না থাকার মাঝে এসে হাজির হয় স্মিতার দেওর সুমন। কলকাতা থেকে তার পুরুলিয়ায় আসা লেখাপড়ার সূত্রে। তার সঙ্গে মিলিত হয় স্মিতা। গড়ে ওঠে সম্পর্ক। আর সেই সম্পর্কই স্মিতাকে দেয় ডাইনির আখ্যা। স্মিতার স্বামী আকাশ সান্যাল পুরুলিয়ার বন বিভাগের আধিকারিক। স্ত্রীকে নিয়ে পুরুলিয়াতেই থাকে আকাশ৷
স্ত্রী’র গোপন সম্পর্কের কথা কি শুরু থেকেই টের পেয়েছে সে? এরপর একদিন স্বামী কথার আভিধানিক অর্থ কড়ায় গণ্ডায় স্ত্রী স্মিতাকে বুঝিয়ে দেয় আকাশ। কিন্তু কীভাবে? জানতে হলে ভালোবাসার সপ্তাহে দেখতে হবে ‘ডিকশনারি’। ছবিটি মুক্তি পাবে ১২ ফেব্রুয়ারি।
আকাশের চরিত্রে আবির চ্যাটার্জি, স্মিতার চরিত্রে নুসরত জাহান, সুমনের চরিত্রে অর্ণ মুখার্জি৷ রয়েছেন ফাল্গুনি চ্যাটার্জি, পৌলমী বসু, সাগ্নিক চৌধুরী, মধুরিমা বসাক, বাংলাদেশের মোশারফ করিম সহ আরও অনেকে।
আরও পড়ুনঃ একুশের নতুন গান ‘একুশে পা’
এর আগে ‘অসুর’ ছবিতে আবিরের বিপরীতে অভিনয় করেছেন নুসরত। এবার দ্বিতীয়বার৷ কেমন জমবে তাঁদের প্রেমহীন কেমেস্ট্রি, সেটাই দেখার। সম্প্রতি সামনে এসেছে ছবির ট্রেলার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584