হাজির ‘গোলন্দাজ’-এর পোস্টার

0
382

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর বায়োপিক নিয়ে আসছে প্রযোজনা সংস্থা ‘এস ভি এফ’। পরিচালনায় ধ্রুব ব্যানার্জি। সম্প্রতি সামনে এসেছে ছবির পোস্টার৷ আগামী ১৩ অগাস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রেক্ষাগৃহে রিলিজ করবে এই ছবি।

Golondaaj | newsfront.co

ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবকে। নতুন অবতারে দেবের আগমন দেখবে দর্শক। ঠিক এভাবে দেবকে কখনও দেখেনি দর্শক। নগেন্দ্রর বাবা অর্থাৎ সূর্যকুমার সর্বাধিকারীর চরিত্রে দেখা যাবে শ্রীকান্ত আচার্যকে। এটিও একটি বড় চমক বলা যেতে পারে। শ্রীকান্ত যিনি মূলত গানের জগতের লোক, তাঁকে আমরা ‘কাদম্বরী’, ‘ছ’য়ে ছুটি’ এই দুটি ছবিতে ছোট চরিত্রে দেখেছি। এবার সূর্যকুমারের চরিত্রে তিনি।

Dev in Golandaj | newsfront.co
ছবিতে দেবের লুক

এছাড়াও নগেন্দ্রপ্রসাদের স্ত্রী রানি কমলিনীর চরিত্রে রয়েছেন ইশা সাহা, বিপ্লবী ভার্গভের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য, জিতেন্দ্রর চরিত্রে ইন্দ্রাশিস রায়, বিনোদের চরিত্রে জন ভট্টাচার্য। একটি বিশেষ চরিত্রে থাকছেন জয়দীপ মুখার্জি।

এই ছবির শুটিং শুরুর আগে সুপারস্টার দেবকে ফুটবলের প্রশিক্ষণ দিচ্ছেন বাইচুং ভুটিয়া। পাশাপাশি ছবির জন্য গল্প গুছিয়েছেন ক্রীড়া সাংবাদিক দুলাল দে এবং পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। গান লিখছেন শ্রীজাত। সুরকার হিসেবে কাজ করেছেন বিক্রম ঘোষ। ক্যামেরায় চোখ রেখেছেন সৌমিক হালদার।

আরও পড়ুনঃ অলিভিয়া পেল ‘চাইনিজ বক্স’!

ছবি ঘিরে রয়েছে আরও এক চমক। ফুটবলার নগেন্দ্রপ্রসাদের ছেলেবেলার চরিত্রে অভিনয় করবে অঙ্কিত মজুমদার, যাকে মানুষ জি বাংলার ‘নেতাজি’ ধারাবাহিকে ছোট নেতাজি হিসেবে চিনেছে। এই ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটতে চলেছে তার।

আরও পড়ুনঃ বাংলাদেশের স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীতে নতুন আঙ্গিকে নজরুলের গান

বলা বাহুল্য, শুধু নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন ইতিহাসই নয়, এই ছবিতে উঠে আসবে তৎকালীন ভারতের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম, ফুটবল নিয়ে মানুষের মনোভাব-সহ আরও নানাদিক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here