নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
এই প্রথমবার দর্শনা বণিকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অঙ্কুশ হাজরা। ছবির নাম ‘মৃগয়া’। পরিচালক হিসেবে সৌভিক ভট্টাচার্যর এটিই প্রথম কাজ। আর প্রথমটিই থ্রিলার। পরিচালক এই ছবির দ্বিতীয় ভাগও বানাতে চান। তাই ছবির নামের সঙ্গে জুড়ে দ ‘প্রথম অধ্যায়’ কথাটি। কাহিনিও সৌভিকেরই লেখা।
অঙ্কুশকে দেখা যাবে একজন এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স) অফিসার হিসেবে। তাঁর চরিত্রের নাম অঞ্জন সেনগুপ্ত। দর্শনা বণিক রয়েছন তাঁর ঘরণীর ভূমিকায়। সুব্রত দত্তকে দেখা যাবে একজন স্থানীয় পুলিশ অফিসারের ভূমিকায়। তাঁকে সবাই অফিসার মাইতি হিসেবেই চিনবে। অন্যান্য চরিত্রে রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী, বিশ্বরূপ বিশ্বাস, সুমন ব্যানার্জি, সায়ন ঘোষ সহ আরও অনেকে।
আরও পড়ুনঃ ফের ভাঙনের পথে তৃতীয় সংসার
আরও পড়ুনঃ কবিগানের জলসায় আসছে ‘অ্যান্টনি কবিয়াল’
চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন বিশ্বজিৎ হালদার এবং সৌরভ মালাকার। সিনেমাটোগ্রাফার রিপন হোসেন। সম্পাদনায় সংলাপ ভৌমিক। সঙ্গীত নির্মাণের দায়িত্বে রয়েছেন দেব অরিজিৎ, রাহুল মজুমদার। গান গাইছেন অনুপম রায়। ১৯ নভেম্বর থেকে শীতের আমেজে শুরু হবে ছবির শুটিং।
কলকাতা, ওড়িশাতে হবে শুটিং। গল্প এগোবে পাঁচ বন্ধু শ্যাম, জো, রিকি, আইভি, ঝোরার গোকুলপুর ভ্রমণকে কেন্দ্রে রেখে। ওদের সঙ্গে কী ভাবে অঞ্জন সেনগুপ্ত জড়িয়ে পড়ে সেটাই দেখার। গল্প বাঁক নেবে আরও নানাদিকে। কবে ছবিটি মুক্তি পেতে পারে তা নিয়ে কোনও আভাস দেননি পরিচালক। ‘এস টি ডি এস’ প্রযোজনা সংস্থার তরফে আসছে এই ছবি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584