নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
অনিন্দ্য চট্টোপাধ্যায় পরিচালিত দুষ্টু মিষ্টি প্রেমের গল্প ‘প্রেম টেম’ আসছে ফেব্রুয়ারির ১২ তারিখে। ভালোবাসার মরশুমে ভালোবাসার ছবি দেখবেন দর্শক। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। কলেজ প্রেমের ফ্লেভার রয়েছে ছবিতে। রয়েছে ত্রিকোণ প্রেমের রসদ।
ছবির প্রযোজনার দায়িত্বে এস ভি এফ। এই প্রথমবার এই প্রযোজনা সংস্থার সঙ্গে জুটি বেঁধে কাজ করলেন পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়। তাঁর লেখা ‘বকলস’ উপন্যাস অবলম্বনেই এই ছবি। গল্পের কেন্দ্রে রয়েছে পাবলো, রাজি, আর্শি এবং রাজির পোষ্য সারমেয় খগেন।
অনিন্দ্যর কথায়, আগেও মানুষ প্রেমে পড়লে ভাল লাগত, আজও লাগে। আগেও ব্রেক আপ হলে মানুষ কাঁদত, আজও কাঁদে। পার্থক্য যেটা, সেটা হল আগে মানুষ প্রেম পত্র লিখত আজ আর লেখে না। টেক্সট করে।
গল্প অনুসারে ছবির শুটিং হয়েছে শ্রীরামপুর, চন্দননগরের নানা জায়গায়। ছবিতে বিভিন্ন চরিত্রে দেখা যাবে সৌম্য মুখার্জি, শ্বেতা মিশ্র এবং নবাগতা সুস্মিতাকে। সৌম্য বাংলা টেলিভিশনের পরিচিত মুখ।
আরও পড়ুনঃ ওয়েব সিরিজে বীর নায়ক নেতাজি সুভাষ
‘ময়ূরপঙখী’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। শ্বেতা মিশ্র এর আগে বাবু বণিকের পরিচালনায় লিড রোলে অভিনয় করেছেন ‘জাহানারা’ ধারাবাহিকে। তবে টলিপাড়ায় সুস্মিতার এবারই অভিষেক। ভ্যালেন্টাইন্স ডে’র ঠিক দুদিন আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘প্রেম টেম’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584