আনলক-১ পর্বেই গানের রেকর্ডিং, সেপ্টেম্বরে মুক্তির সম্ভাবনা ‘সর্বভূতেষু’র

0
107

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

লাগাতার লকডাউনের জেরে শুটিং, সিনেমা হল বন্ধ থাকার পাশাপাশি থমকে গিয়েছিল সিনেমা সংক্রান্ত আরও বহু কাজ। কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে শুটিং। আর তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে টলিউড।

Rupankar | newsfront.co

সুখবর পাওয়ার পরপরই সরকারি নিয়মিবিধি মেনে আনলক-১ অধ্যায়েই একটি কাজ শুরু করল শর্মিষ্ঠা দেব এবং রাজা চট্টোপাধ্যায় পরিচালিত আসন্ন বাংলা ছবি ‘সর্বভূতেষু’।ছবির গান রেকর্ডিং শুরু হল ৭ জুন থেকে।  প্রথম দিনে রেকর্ডিং করলেন রূপঙ্কর বাগচি এবং দুর্নিবার সাহা।

Durnibar Saha | newsfront.co

শর্মিষ্ঠা দেব এবং রাজা চট্টোপাধ্যায় নির্দেশিত এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন প্রাজ্ঞ দত্ত। ছবিতে তিনটি ভিন্ন ভিন্ন স্বাদের গান রয়েছে। এরমধ্যে একটি রয়েছে রবীন্দ্রসঙ্গীত। রূপঙ্কর এবং দুর্নিবার ছাড়াও অন্য গানগুলো গাইছেন উজ্জয়িনী মুখার্জি ও সায়নী পালিত।

আরও পড়ুনঃ শর্ট ফিল্ম ‘ডায়ালিং’

Srilekha Mritra | newsfront.co

ছবিতে অভিনয় করছেন শ্রীলেখা মিত্র, অর্জুন চক্রবর্তী, রজতাভ দত্ত, চান্দ্রেয়ী ঘোষ, বিশ্বজিৎ চক্রবর্তী, লাবনী সরকার, দেবদূত ঘোষ, রাজদীপ সরকার প্রমুখ। সব দিক ঠিক থাকলে পিফে প্রোডাকশনের ব্যানারে আগামী সেপ্টেম্বর মাসেউ ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক শর্মিষ্ঠা দেব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here