নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
শ্যামল বসু পরিচালিত ‘সময়’ (The Time) ছবিটি ‘সময়ের’ পঞ্চম প্রকৃতির প্রতিপাদ্যকে নিয়ে কাজ করে যা অদেখা জোয়ারের মতো প্রবাহিত হয় এবং মনুষ্যজীবনের সঙ্গে প্রাণবন্ত ভূমিকা পালন করে, দমকে থাকা মোড় এবং মোড়কে পূর্ণ। তার কোর্সে, চলচ্চিত্রটি দেখায় যে থিয়েটারের মতো একটি স্বাধীন শিল্প ফর্ম অনুসরণ করা কতটা কঠিন। তবে এখনও দৃঢ় বিশ্বাস এবং বিশ্বাস সকল প্রতিকূলতার উপর জয়লাভ করতে পারে।
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় একজন দানবীর চরিত্রে অভিনয় করেছেন এই ছবিতে। যিনি চলচ্চিত্রের নায়ক অপুকে উৎসাহিত করেছেন, তাঁর নাট্যকলা অনুপ্রেরণায় সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে।
ছবির কাহিনি, চিত্রনাট্য এবং পরিচালনার দায়িত্ব সামলেছেন শ্যামল বসু। চিত্রগ্রহণে গৌরাঙ্গ মাইতি। সম্পাদনায় রোজারেজ। গানের কথা ও সুর দিয়েছেন সুজিত সাহা। গান গেয়েছেন রূপঙ্কর ও কৌশানি ঘোষ। শিল্প নির্দেশনায় শিল্পা রায়চৌধুরী।
আরও পড়ুনঃ ওয়েব সিরিজে বীর নায়ক নেতাজি সুভাষ
সৌরভ বসু এবং সঞ্জয় বিশ্বাস নিবেদিত এই ছবিতে বিভিন্ন চরিত্রে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, সুপ্রিয় দত্ত, ভাস্কর ব্যানার্জি সহ আরও অনেকে। এই ছবিতে একটি চরিত্রে ধরা দেবেন পরিচালক শ্যামল বসু স্বয়ং। খুব শীঘ্রই দর্শক দরবারে আসবে এই ছবি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584