মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
বহু প্রতীক্ষার পর অবশেষে ৭ই ফেব্রুয়ারি মুক্তি পেল সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ-র ছবি ‘শ্রাবণের ধারা’। বয়স হলে মানুষ ভুলতে শুরু করে।
এটা স্বাভাবিক বলে মনে করি আমরা। কিন্তু অ্যালজাইমার একটি বড়ো অসুখ। যে অসুখের জন্য মানুষের স্মৃতিশক্তি হ্রাস পায় এবং যে কারণে সবকিছু ভুলেও যেতে পারে মানুষ। সেই অসুখকে অতটাও গুরুত্ব দিই না আমরা। অ্যালজাইমারই এই ছবির প্রেক্ষাপট।
মানুষের জীবনে হাসি, কান্না দুই থাকে। প্রত্যেক মানুষের জীবনেই সমস্যা আসে। সেই সমস্যার সমাধান করে কিভাবে তার থেকে বেড়িয়ে আসা সম্ভব, সেই চিত্রই তুলে ধরা হয়েছে এই ছবিতে। এই ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চ্যাটার্জী, পরমব্রত চট্টোপাধ্যায়, বাসবদত্তা চ্যাটার্জী সহ অন্যান্য তারকারা। সৌমিত্র চ্যাটার্জী-র বিপরীতে রয়েছেন গার্গী রায়চৌধুরী।
শুক্রবার নন্দনে হয়ে গেল ‘শ্রাবণের ধারা’ ছবির প্রিমিয়ার। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী, বাসবদত্তা চ্যাটার্জী, পরিচালক সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ, পদ্মনাভ দাশগুপ্ত, কঙ্কণা চক্রবর্তী সহ অন্যান্যরা।
ছবিতে একজন মধ্যবিত্ত পরিবারের বৌ-এর চরিত্রে অভিনয় করেছেন বাসবদত্তা। শীঘ্রই পরমব্রত ও বাসবদত্তার এই নতুন জুটি দর্শকের মন জয় করে নেবে।
আরও পড়ুনঃ লজ্জা! সেটে অভিনেত্রীকে ধাক্কা অভিনেতার
পরিচালক সুদেষ্ণা রায় ও এইসব বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীদের সাথে বড়পর্দায় কাজ করতে পেরে খুশি বাসবদত্তা। এই ছবির আরেক অভিনেত্রী গার্গী রায়চৌধুরী বলেন, এই ছবির বিষয়বস্তুটা তার কাছে নতুন। এই ছবির মধ্যে অস্তিত্বের সংকটের একটা গল্প আছে।
যা সকল দর্শকের মন ছুঁয়ে যাবে। শুভা সরকার ডঃ অমিতাভ চৌধুরীর স্ত্রী নাকি তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক রয়েছে সেটা জানতে হলে দেখতে হবে সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত ছবি ‘শ্রাবণের ধারা’। শীতের অন্তিম সময়ে ‘শ্রাবণের ধারা’ যে দর্শকের মনে আলাদা জায়গা করে নেবে তা বলাই যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584