শ্যামল রায়,নবদ্বীপঃ
রবিবার সারাদিনব্যাপী চৈতন্য ভূমি নবদ্বীপ শহরের বকুলতলা প্রাক্তনী ভবন শ্রী চৈতন্য সেমিনার হল ঘরে মধ্য বাংলা কবিতা উৎসব অনুষ্ঠিত হয়।
কবিতা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধক ছিলেন নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন দেব।উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিশিষ্ট গবেষক সর্বজিত যশ ও বিশেষ অতিথি ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা। এছাড়াও মঞ্চ অলংকৃত করেন ত্রিলোচন ভট্টাচার্য তারক দেবনাথ আনন্দ গোপাল গোস্বামী,বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবী বিভাস বিশ্বাস
সুব্রত ভট্টাচার্য নবদ্বীপ বই মেলা কমিটির সভাপতি প্রবীর বসু বৃক্ষপ্রেমী তরুদি ইন্দ্রানী দাশ,শৈলেন্দ্র নাথ চক্রবর্তী প্রমুখ। বাংলার রাইটার্স ফোরামের উদ্যোগে এই মধ্য বাংলা কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। কবিতা উৎসবের চেয়ারপারসন সিরাজুল ইসলাম সংক্ষিপ্ত আকারে সুন্দর বক্তব্য রাখেন।
এই কবিতা উৎসবে মধ্য বাংলা কবিতা উৎসব সংখ্যা লেখালেখি সাহিত্য পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদ্বোধক শান্তি রঞ্জন দেব।এছাড়াও বাঁকুড়া থেকে ত্রিলোচন ভট্টাচার্য্য ও দীপেন ঢাঙ সম্পাদক হিসাবে দীপ্তি শারদীয়া সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই কবিতা উৎসবে।উদ্বোধন করেন বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা ও সাথে ছিলেন গবেষক সর্বজিত যশ। সংগীত পরিবেশন করেন মঞ্জু আচার্য শ্রেয়ান রায় রুমা রায় ও লিটন দাশ।
আরও পড়ুন:রোগী মৃত্যুকে কেন্দ্র করে বেসরকারি হাসপাতাল ভাঙচুর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584