নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
রেডিও জকি সৃজন র্যাপ লেখেন, র্যাপের সুর-তাল-ছন্দ গড়েন। আর এবার তাঁর কণ্ঠে আশা অডিও থেকে হাজির একটি র্যাপ সং ‘পেব্যাক’। গানটি লিখেছেন, সুর দিয়েছেন সৃজন স্বয়ং। বিট দিয়েছেন ডি যে সুমিত প্রধান। মিক্সিং-এ শুভজিত মিত্র৷ ভিডিওতে রয়েছেন সৃজন।
আশা অডিও থেকে ঘন ঘন হাজির হচ্ছে নানা ধরনের গান। কখনও অদিতি চক্রবর্তী, কখনও রূপঙ্কর বাগচি কখনও বা জয়তী চক্রবর্তী সহ নামজাদা শিল্পী সহ নতুন শিল্পীদেরও শ্রোতার কাছে নিয়ে আসে আশা অডিও। এবার হাজির একেবারে অন্য ঘরানার গান। যা এই মুহূর্তের ট্রেন্ড বলা যায়। কিন্তু তার শুরুয়াত বহুদিন আগে।
সৃজনের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি জানান- ” আমার র্যাপ শোনা শুরু অনেক ছোট থেকে। প্রখ্যাত সব র্যাপ শিল্পীদের কণ্ঠে র্যাপ সং শুনে আমার বেড়ে ওঠা বলতে পারেন। এরপর কলেজে পড়ার সময় সেই শোনার অভ্যাস আরও বেড়ে যায়। বিভিন্ন কমার্শিয়াল র্যাপারের কণ্ঠে আমি র্যাপ সং আজও নিয়মিত শুনি৷ তাঁদের মধ্যে কয়েকজন হলেন এমিনেন, পিগি, ম্যাকেলমোর। রয়েছেন আরও অনেকে।
অনেকেরই ধারণা আছে যে র্যাপ শুধুই ইংরেজিতে হয়। না, হিন্দি, বাংলা, ইংরেজি তিন ভাষাতেই র্যাপ তার নিজস্ব স্টাইলে এগিয়ে চলে। একইভাবে পাঞ্জাবিতে র্যাপ গেয়েছেন বোহেমিয়া। ওঁকে প্রথম বলিউডে ব্রেক দেন অক্ষয় কুমার, ‘চাঁদনি চক টু চায়না’ ছবিতে। বোহেমিয়ার দ্বারা অনুপ্রাণিত হয়েই বলতে পারেন আমি নিজের মাতৃভাষাতে র্যাপ লেখার উৎসাহ পাই।
আরও পড়ুনঃ ‘বাসি রসগোল্লা’য় ছাই ছুঁড়লেন টলিউডের ডান্সিং কুইন, নাচের মঞ্চ মাতালেন সর্বজয়া দেবশ্রী রায়
এছাড়া আমাকে প্রেরণা জুগিয়েছেন আমার ৯১.৯ ফ্রেন্ডস এফ এম-এর স্টেশন হেড জিম্মি টাংরি। উনি নিজে একজন কলকাতার নামী ডি জে। রেডিও স্টেশনে আমি এবং আমার এক সহকর্মী মিলে একটা র্যাপ শো হোস্ট করি। নাম ‘সৃজনরোহিত’। অনেকের কাছে তা জনপ্রিয়ও হয়েছে।
আরও পড়ুনঃ গানওয়ালার ‘আহীর বৈরাগী’ রাগ চুরি! হাসপাতালেই ক্ষোভ ওগড়ালেন শিল্পী
সাম্প্রতিককালে ঘটে যাওয়া ঘটনাকে সম্বল করে র্যাপ বানাই আমরা। আর এবার ফাইনালি আমার একটা র্যাপ গান রিলিজ করল। আর তা আশা অডিও থেকে। ‘পেব্যাক’ আমার চতুর্থ ইনডিপেন্ডেন্ট র্যাপ সং এবং তৃতীয় অরিজিনাল কম্পোজিশন। আমি আশা অডিওর কর্ত্রী অপেক্ষা লাহিড়ীর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে এমন এক সুযোগ দিয়েছেন। মহুয়া লাহিড়ীর সঙ্গে এ ব্যাপারে কথা হয় আমার। কিছু ডকুমেন্টস চেয়েছিলেন।
সেগুলো জোগাড় করতে করতেই ওঁকে হারালাম আমরা। এরপর অপেক্ষার সঙ্গে কাজটা সম্পন্ন করার সুযোগ হল। অপেক্ষা মন দিয়ে আমার কথা শুনেছেন, বুঝেছেন এবং আমাকে জায়গা দিয়েছেন। অপেক্ষা আমায় ভিডিওতেও অনেক সাহায্য করেছেন। আশা করি শ্রোতার ভাল লাগবে আমার ‘পেব্যাক’।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584