এক সাধারণ মেয়ের ব্যতিক্রমী গল্প নিয়ে আসছে ‘ফিরকি’

0
741

নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ

হলফ করে বলতে পারি এরকম বিষয় নিয়ে এর আগে কখনও কোনও ধারাবাহিক হয়নি বাংলায়। আজ্ঞে হ্যাঁ, আসন্ন ধারাবাহিক ‘ফিরকি’র কথা বলছি। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে বাংলা টেলিভিশনের পর্দায় আসছে ‘ফিরকি’।

bengali serial firki | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

ফিরকি এক সাধারণ মেয়ে। তার বড় হয়ে ওঠা এক বৃহন্নলার কোলে পিঠে। সেই বৃহন্নলাই তার মা। কেউ অনাথ বললে গর্জে ওঠে ফিরকি। কারণ তার মা তাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। একদিকে যেমন সে লোকের কাছে টাকা চেয়েছে তেমনি বাড়িতে বসে সেলাইও করেছে মেয়েকে বড় করে তোলার জন্য।

bengali serial firki | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

ফিরকির বিয়ের সম্বন্ধ এলে মাকে অনেক হেনস্থা হতে হয় পাত্রপক্ষের কাছে। ফিরকি প্রতিবাদ করে। এটুকু দেখিয়ে ফেলেছে প্রোমো। বাকিটার জন্য আর মাত্র একটি দিনেরই অপেক্ষা।

আরও পড়ুনঃ সমাজকে নতুন আলোর পথ দেখাতে শামিল পদ্মিনী দত্তশর্মা

ফিরকির চরিত্রে দেখা যাবে সম্প্রীতি পোদ্দারকে৷ বিউটি কনটেস্টে সাফল্য অর্জনের পর এই প্রথমবার টেলিভিশনে মুখ দেখাতে চলেছেন সম্প্রীতি। বি টেকের ছাত্রী তিনি। এবার একেবারে অন্য ভূমিকায় আত্মপ্রকাশ তাঁর। আর টেলি কেরিয়ারের শুরুতেই এমন একটি বিষয়ে কাজ করার সুযোগ পেলেন তিনি যা নিয়ে আজ আলোচনা তুঙ্গে।

নানা মহলে কথা উঠছে – সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টাতেই যদি এই ধারাবাহিকে, তা হলে ফিরকির মা হিসেবে কোনও বৃহন্নলাকে নেওয়া হল না কেন? কেন এলেন কোনও নারী? প্রশ্নের যথার্থতা রয়েছে এ কথা সত্যি। উত্তর অবশ্য প্রযোজনা সংস্থাই ভাল দিতে পারবে।

আরও পড়ুনঃ ‘মিছিল’-এর প্রিমিয়ারে চাঁদের হাট

আমরা যতই আধুনিকতার জয়গান গাই না কেন ফিরকির মা’দের আমরা সকলেই অন্য চোখে দেখি। পাশে এসে অটো কিংবা বাসে বসলেও হাতটা মুছে নিই নিজের। আর তারাই আজ গল্পের কেন্দ্রে। প্রসঙ্গত, ‘নগরকীর্তন’ও এমনিই এক ছবি’ যা দর্শককে ভাবিয়েছে।

‘এক্রোপলিশ এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে আসছে এই ধারাবাহিক।
রাত ৯ টার স্লটে প্রতিদিন জি বাংলাতে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক৷ ওই স্লটে এতদিন চলত ‘বকুল কথা’। বকুল অবশ্য কথা দিয়েছে সে ফিরবে আরও এক লড়াকু নারী চরিত্র নিয়ে। চরিত্রটি আপাতত গোপন রেখেছেন তিনি।

তবে, ফিরকির আসার দিন আসন্ন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here