সুদীপ পাল, বর্ধমানঃ
সরকারি এবং বেসরকারি সাইন বোর্ডের ক্ষেত্রে বাংলা ভাষা বাধ্যতামূলক হবে— এমনই নির্দেশ দিয়েছিল আসানসোল পুরনিগম। সেই নির্দেশ মোতাবেক পুরসভায় বাংলা সাইনবোর্ড আগামীকাল থেকেই নির্দিষ্ট জায়গায় দেখা যাবে।
তার আগে আজকের মধ্যেই বোর্ডগুলি লাগানো সম্পূর্ণ করা হবে বলে জানা গিয়েছে। এতদিন সাইন বোর্ডে লেখা থাকত–ট্যাক্স অফিস, টেকনিক্যাল অফিস। এবার থেকে সেই নামকরণ বদলে হচ্ছে– রাজস্ব বিভাগ, অর্থবিভাগ ইত্যাদি।
আরও পড়ুনঃ নতুন বছরে বেতন বৃদ্ধির নির্দেশিকা জারি
আসানসোলের সরকারি এবং বেসরকারি সাইনবোর্ডে বাংলা ভাষা উপেক্ষিত–এমন অভিযোগ উঠেছিল দীর্ঘদিন ধরে। পুরনিগম জানায়, বাংলা ভাষা সাইনবোর্ডে রাখতেই হবে। শুধু তাই নয়, ট্রেড লাইসেন্সের ফর্মে লেখা থাকবে বাংলা সাইনবোর্ড লিখতে হবে। বাংলায় না লিখলে ট্রেড লাইসেন্স মিলবে না, পুনর্নবীকরণও হবে না।
উল্লেখ্য, দফতরের দায়িত্বে থাকা আধিকারিকদের নামের ফলক লেখা হয়েছে বাংলায়। আসানসোলের বাসিন্দারা বলছেন, বাংলা ভাষার প্রতি পুরনিগমের এই পদক্ষেপ যথেষ্ট সম্মান এবং ভালবাসার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584