বাংলা বানান প্রতিযোগিতায় প্রথম বীরপাড়ার দিবিয়া, আগস্টিনি

0
64

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

বাড়িতে বাংলা ভাষার তেমন চর্চা নেই অথচ শিক্ষক দিবস উপলক্ষ্যে আলিপুরদুয়ার জেলা প্রাথমিক সংসদ আয়োজিত জেলা ভিত্তিক বাংলা বানান প্রতিযোগিতায় প্রথম হল মাদারিহাট সার্কেলের বীরপাড়া এল ডবলু সি প্রাথমিক বিদ্যালয়ের আদিবাসী সম্প্রদায়ের শ্রমিক পরিবারের দুই খুদে ছাত্রী।

winners of Bengali spelling competition | newsfront.co
জয়ী দিবিয়া, আগস্টিনি।নিজস্ব চিত্র

আলিপুরদুয়ার জেলার ৭ টি সার্কেলের বিদ্যালয়গুলি এই  প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছিল। সবাইকে পিছনে ফেলে বাংলা বানান বিভাগের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বীরপাড়া চা বাগানের বাসিন্দা এল ডবলু সি বাংলা মাধ্যম বিদ্যালয়ের প্রথম শ্রেনি এবং দ্বিতীয় শ্রেনির ছাত্রী দিবিয়া উরাও এবং আগস্টিনি কেরকেট্টা।তারা বাংলা বানানে দক্ষতার পরিচয় দিয়ে সবাইকে অবাক করে জেলায় প্রথম স্থান দখল করে।

আরও পড়ুনঃ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের চারাগাছ বিতরণ

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মধুছন্দা চৌধুরী(বিশ্বাস) বলেন,”আদিবাসী সম্প্রদায়ের শ্রমিক পরিবারের দুই ক্ষুদে পড়ুয়া জেলায় প্রথম স্থান অধিকার করায় আমরা গর্বিত এবং এটা অত্যন্ত প্রশংসনীয়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here