সুদীপ পাল, বর্ধমানঃ
আগামী ১ জানুয়ারি থেকেই আসানসোল পুরসভার ১০৬ টি ওয়ার্ডে বাধ্যতামূলক করা হচ্ছে, বাণিজ্যিক সংস্থার সাইনবোর্ড বাংলায় লিখতে হবে। এই নিয়ম ভাঙলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও দাবি করা হয়েছে।
পুরসভার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাণিজ্যিক সংস্থার সাইনবোর্ড বাংলায় লেখা বাধ্যতামূলক। বাংলা থাকবে তবে সেই সাথে অন্য নানা ভাষায় লেখা থাকতে পারে। নতুন ট্রেড লাইসেন্স যারা করাবেন বা ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণ করাতে এলে এই সিদ্ধান্ত যে মানছেন সেই নিয়ে সম্মতিপত্র দিতে হবে।
আরও পড়ুনঃ কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় শৈত্য প্রবাহের পূর্বাভাস
প্রসঙ্গ উল্লেখ্য, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েকদিন আগেই মন্তব্য করেছিলেন, দেশের একটি ভাষায় প্রয়োজন যা বিশ্ব ভারতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেবে। সেটি হবে হিন্দি। এরপর থেকেই শুরু হয় বিতর্ক। ‘বাংলা পক্ষ’ সংগঠন রেলের বিভিন্ন দপ্তরে বাংলায় লেখা নেই কেন তা নিয়ে প্রশ্ন তোলে। আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, সব ওয়ার্ডে এই নিয়ম চালু হচ্ছে।
আসানসোল পুরসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন আসানসোল বাংলা একাডেমির সভাপতি রামদুলাল বসু থেকে শুরু করে দুর্গাপুরের মেয়র দিলীপ আগস্থি সহ অন্যান্যরা। এই সম্মান বাংলা ভাষাকে সমৃদ্ধ করবে বলেই মনে করছেন বিশিষ্টজনেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584