কাটমানি ফেরত না দেওয়ায় বিক্ষোভের মুখে কাউন্সিলর

0
41

পিয়ালী দাস,বীরভূমঃ

protest for katmani | newsfront.co
নিজস্ব চিত্র

সরকারি প্রকল্পে কাটমানি নিয়েছে এমনই অভিযোগে স্থানীয় বাসিন্দাদের কাছে ঘেরাও হলেন রামপুরহাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রজাপতি ধীবর।মঙ্গলবার সকালে এলাকার বেশকিছু মানুষ হাতে প্ল্যাকার্ড নিয়ে এসে কাউন্সিলারের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে।

তাদের দাবি সরকারি প্রকল্পের বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার নাম করে ৫০০ থেকে ৫০০০ টাকা অবদি কাটমানি নিয়েছে ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর।

আরও পড়ুনঃ দিঘাতে ‘কাটমানি’ ইস্যুতে ফের ডেপুটেশন বিজেপি যুব মোর্চার

রামপুরহাট থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। একই অভিযোগে ময়ূরেস্বরের তৃণমূল নেতা বাবন চক্রবর্তী কে ব্যাপক মারধর করে স্থানীয় বাসিন্দারা বেশ কিছুদিন আগে কাটমানি নিয়ে বাবন চক্রবর্তী কে ঘেরাও করে। এলাকাবাসীরা।

তখন এই তৃণমূল নেতা চাপের মুখে প্রতিশ্রুতি দেয় ১০ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার কিন্তু ১০ দিন পেরিয়ে গেল যখন টাকা ফেরত না পেয়ে মঙ্গলবার বাজার করতে যাবার সময় বাবন চক্রবর্তী কে ঘেরাও করে মারধর করে এলাকাবাসীরা।আহত বাবন চক্রবর্তী বাসুদেবপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।এলাকায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here