কাটমানি ফেরতের দাবিতে পোস্টারে নারী সংসর্গের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

0
80

সুদীপ পাল,বর্ধমানঃ

কাটমানি ফেরতের দাবিতে পোস্টার পড়ল শহর বর্ধমানে। বর্ধমান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক খোকন দাসের বিরুদ্ধে এই পোষ্টার পড়েছে।

পুরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজে কোটি কোটি টাকা কাটমানি নেওয়া ও টাকার বিনিময়ে ১৭ জনকে পুরসভায় চাকরি দেওয়ার অভিযোগ তোলা হয়েছে পোস্টারে।

poster for return of Katmani
সেই পোস্টার।নিজস্ব চিত্র

কাটমানি ইস্যুতে তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও এবং সংঘর্ষ হয়েছে জেলায়। কিন্তু খোকনবাবুর বিরুদ্ধে এতদিন কোন এইধরনের মন্তব্য ওঠেনি৷ তাঁর ওয়ার্ডেই কাটমানি ফেরতের পোস্টার পড়তে পারে তা অনেকেই ভাবতে পারছেন না।পোস্টারে অভিযোগ করা হয়েছে, শেষ সাত বছরে পুরসভা থেকে ১০০ কোটি টাকার সম্পত্তি মালিক হয়েছেন খোকন দাস। উন্নয়নের কাটমানির সেই টাকা ফেরতের দাবিও করা হয়েছে।

এছাড়াও পোস্টারে বিভিন্ন মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কেরও অভিযোগ তোলা হয়েছে খোকন দাসের বিরুদ্ধে।

এ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন খোকনবাবু। উল্লেখ্য, পোস্টারের নিচে লেখা রয়েছে ‘টিএমসি, জয় হিন্দ ও জয় বাংলা।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here