বহরমপুর পৌরসভায় একাধিক কংগ্রেস প্রার্থীদের উপর হামলা, পার্টি অফিসে থাকছেন ২৬ জন প্রার্থী

0
56

জৈদুল সেখ, বহরমপুর:

রাতের অন্ধকারে বাড়িতে দুষ্কৃতী হামলার আশঙ্কাতে বহরমপুরে কংগ্রেস পার্টি অফিসে থাকতে শুরু করলেন আসন্ন পুর নির্বাচনের বহরমপুর পৌরসভার কংগ্রেস মনোনীত ২৬ জন প্রার্থী। ২৮ আসনবিশিষ্ট বহরমপুর পৌরসভাতে শুক্রবার ২ কংগ্রেস প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

congress

প্রসঙ্গত উল্লেখ্য গত ৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পার হওয়ার পর বহরমপুর শহরের একাধিক কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলা এবং গুলি চালিয়েছে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। এরপর থেকে কংগ্রেস প্রার্থীরা নিরাপত্তাহীনতাতে ভুগতে শুরু করেছেন। তাদের আশঙ্কা দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তাদের বাড়িতে হামলা করে জোর করে প্রার্থীপদ প্রত্যাহার করতে বাধ্য করতে পারে। তাই সকলে একত্রিত এবং নিরাপদে থাকার জন্য শুক্রবার রাত থেকে কংগ্রেস পার্টি অফিসে এসে থাকতে শুরু করেছেন কংগ্রেস প্রার্থীরা।

আরও পড়ুনঃ CAA: ক্ষতিপূরণ আদায় অবিলম্বে বন্ধ করতে যোগী সরকারকে নির্দেশ শীর্ষ আদালতের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here