অনির্বাণ দে, বহরমপুর, মুর্শিদাবাদ:
বহরমপুরের সাংস্কৃতিক কর্মীরা পদযাত্রায় সামিল হলেন জাতধর্মের ভিত্তিতে বিভাজনের বিরুদ্ধে।
লালন ফকিরের গান দিয়ে বহরমপুর রবীন্দ্রসদন থেকে শুরু হয় এদিনের পদযাত্রা।
অনির্বাণ দে, বহরমপুর, মুর্শিদাবাদ:
বহরমপুরের সাংস্কৃতিক কর্মীরা পদযাত্রায় সামিল হলেন জাতধর্মের ভিত্তিতে বিভাজনের বিরুদ্ধে।
লালন ফকিরের গান দিয়ে বহরমপুর রবীন্দ্রসদন থেকে শুরু হয় এদিনের পদযাত্রা।
লালদিঘী, রানীবাগান মোড়, গির্জার মোড়, টেক্সটাইল মোড়, মোহন মোড় হয়ে মিছিল শেষ হয় রবীন্দ্র সদনে।
এদিন মিছিলে ছিল শ্রীজাত- এর কবিতা, রবিঠাকুরের গান।
মিছিলে পা মেলান ঋত্বিক, ব্রীহী, বাক্যবায় সহ বিভিন্ন নাট্য গোষ্ঠী, লেখক মবিনুল হক, কবি সমিরন ঘোষ, বাচিক শিল্পী অভিজিৎ সরকার সহ শহরের চিত্র শিল্পী ও বাচিক শিল্পিরা।
আগামীদিনে এই ঐক্যবদ্ধ প্রতিবাদের ধারাকে অব্যাহত রাখবেন বলে জানান নাট্যকর্মীরা।