রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
বহরমপুরের অন্যতম পুজো সান্টাফোকিয়া পূজো কমিটি এই বছর ৪২ তম বর্ষে পদার্পণ করল।
সান্তাফোকিয়ার এই পুজো বরাবরই মুর্শিদাবাদ জেলার প্রতিষ্ঠিত পূজো গুলির অন্যতম।
কারন এই পুজোর উপদেষ্টা বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে শনিবার এই পুজোর উদ্বোধন করলেন বহরমপুরের সাংসদ তথা সংসদের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী ও ভারত সেবাশ্রম সংঘের মঙ্গলানন্দ মহারাজ।
এই পুজো ঘিরে আলোর রোশনাই-এ আনন্দের উৎসবে মেতেছে বহরমপুরবাসী । সান্টাফোকিয়ার এই পূজোয় মাতৃপ্রতিমা সাজে সাবেকিয়ানা। মন্ডপসজ্জায় রাজস্থানের বিধানসভার আদলটির ক্ষুদ্র প্রতিরূপ তৈরী করা হয়েছে।
আরও পড়ুনঃ অমাবস্যার পূর্বেই পূজিত হন মহাকালী
এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী, কান্দীর বিধায়ক শফিউল আলম চৌধুরী, রানীনগরের বিধায়িকা ফিরোজা বেগম সহ কংগ্রেস কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584