বহরমপুরের নিত্য যানজটে সমস্যা আরও বাড়াল বেপরোয়া ট্রাক

0
347

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ

বহরমপুর শহরের রাস্তায় যানজট সর্বজনবিদিত। এই যানজট প্রায়শই অতিষ্ট করে তোলে শহরবাসী সহ পার্শ্ববর্তী এলাকা থেকে আসা মানুষদের। জেলা সদরের ভিড়, পরীক্ষা,পুজো,বা যে কোন বিশেষ অনুষ্ঠান তো আছেই, উপরন্তু ব্রিজের ওপর কোনো গাড়ি খারাপ হলেও ফলাফল নিশ্চিত,-‘যানজট’।কয়েক মাস আগে সমস্যার সমাধানে তৎপর হয় প্রশাসন। প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়‌। ভাগীরথীর ব্রিজেও পুলিশ ও সিভিক দাঁড়ায় মাঝেসাঝে। তবে বেপরোয়া ড্রাইভিং, আর ওভার লোড গাড়ির চলাচলে রাশ টানা যাচ্ছে না।

Berhampur due to traffic jam for truck | newsfront.co
নিজস্ব চিত্র

সেরকমই আজ দুপুর তিনটে নাগাদ পাথর বোঝায় একটি ট্রাক রামেন্দ্রসুন্দর ত্রিবেদী সেতু থেকে নেমে গির্জার মোড়ের দিকে আসার আগে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে গড়িয়ে যায়। ঘটনায় হতাহতের ব্যপার না ঘটলেও চাঞ্চল্য ছড়ায়, সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়ি, ব্যাহত হয় যান চলাচল। অবশেষে সন্ধ্যে সাতটা নাগাদ সেই ট্রাক উদ্ধারে নামে ক্রেন ও পুলিশ। নিত্য দিনের জ্যামের সঙ্গে এই হঠাৎ সমস্যা যানজট আরও বাড়িয়ে দেয়। তবে আক্ষেপের বিষয়, এই ঘটনা বারবার ঘটে, কিন্তু কোনো স্থায়ী সমাধান হয় না।পুলিশ পোস্টিং থাকলেও ব্রিজের ওপর দিয়েই চলতে থাকে ওভেরলোড গাড়ি। আইন, নিয়ম সবকে বুড়ো আঙুল দিনের পর দিন এই ঘটনা ঘটতেই আছে। জানা নেই এর স্থায়ী সমাধান কবে হবে।

আরও পড়ুন: ট্রাক উল্টে নয়ানজুলিতে,মৃত চালক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here