খালিদ মুজতবা,বিশেষ প্রতিবেদকঃ
লিচুর সিজিন শেষ হতে না হতেই বাজার জুড়তে বসেছে বাঙালির অন্যতম প্রিয় ফল জাম।এই ফল দেখতে ছোট হলেও মানুষের শরীরে রোগ প্রতিরোধের কার্যকারি ক্ষমতা অবিশ্বাস্য।
টসটসে রসালো জাম দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু।মিষ্টি এই ফলটিতে রয়েছে প্রচুর ভিটামিন সি, জিংক, কপার, গ্লুকোজ, ডেক্সটোজ ও ফ্রুকটোজ, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও স্যালিসাইটেলসহ অসংখ্য উপাদান।এছাড়াও জামের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে।
মানুষের মুখের লালার মধ্যে এক ধরনের রঞ্জক পদার্থ উৎপাদিত হয়,যা হতে ব্যাকটেরিয়ার জন্ম নেয়।এ ধরনের ব্যাকটেরিয়া হতে মুখে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে।আর জাম মুখের ভেতর উৎপাদিত ক্যান্সারের সহায়ক ব্যাকটেরিয়ার প্রভাব থেকে দেহকে রক্ষা করে মুখের ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ডায়াবেটিস রোগীদের জন্য জাম বা এর জুস দারুণ উপকারী।এতে ক্যালরির পরিমাণ খুব কম থাকে।জামে উপস্থিত ফ্ল্যাভনয়েড ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে।এর বীজও ডায়াবেটিস রোগীদের জন্য দারুণ কার্যকরী।
জামে পর্যাপ্ত পরিমাণে ডিয়াটরি ফাইবার থাকায় এটি হজমশক্তি বাড়াতে সাহায্য করে।এটি কোষ্টকাঠিন্য কমায়।
ডায়েরিয়ার রোগীদের জন্য জামের রস বেশ উপকারী। নিয়মিত জামের রস খেলে মূত্রথলিও ভালো থাকে।
জামে ক্যালরির পরিমাণ খুব কম থাকায় ওজন কমাতে এটি বেশ কার্যকরী।
দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে কালো জাম দারুণ ভূমিকা রাখে।এছাড়া নিঃশ্বাসে দুর্গন্ধ দূর করতেও জামের জুড়ি নেই।
জাম রক্তের কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদপিন্ড ভালো রাখে। এছাড়া শরীরের দূষিত কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা কমিয়ে দেহের প্রতিটি প্রান্তে অক্সিজেন পৌঁছে দেয়।
জাম মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়।সেইসঙ্গে রক্তশূন্যতা ও অ্যাজমা সমস্যা প্রতিরোধে ভূমিকা রাখে।
বিশেষজ্ঞরা বলেন,জামে যেসব উপাদান আছে যা উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে।
আরও পড়ুনঃ নৃত্যানুষ্ঠানে এক মনোজ্ঞ সন্ধ্যা উপহার
তাই জাম কিনতে বাজার জুড়ে ক্রেতাদের মধ্যে হিড়িক পড়ে গেছে।জাম কিনতে কিনতে সুমন সাহেব নামে এক ক্রেতা জানালেন,বই খবরের কাগজে পড়েছি জামের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি, কপার,গ্লুকোজ থাকে তাই ফলটি স্বাস্থ্যের জন্য খুব উপকারী।তাই বাড়ির লোকজনদের জন্য কিনে নিয়ে যাচ্ছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584