নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা স্টেশনে দেখা গেলো এই চিত্র। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বন্ধ করে দিয়েছে যাত্রী বহনকারী রেল পরিষেবা।
কিন্তু ভিড় এড়ানো গেল না রেলস্টেশনে। ভারতীয় রেল বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে যে, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে আগামী ৩১ তারিখ পর্যন্ত সমস্ত যাত্রী বহনকারী ট্রেন বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ জনতার স্বতঃস্ফূর্ত মতামতে ফালাকাটায় জারি ‘নিরাপত্তা জনিত বিধিনিষেধ’
কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা রেল স্টেশনে সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে রেলস্টেশনে চলছে টিকিট বাতিল করার কাজ। যেখানে ৫০ থেকে ৭০ জন যাত্রী একই লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট বাতিল করার কাজ।
কিন্তু এক সাথে এত যাত্রী একই লাইনে দাঁড়িয়ে রয়েছে। পাশেই চলছে ভিন রাজ্য থেকে আসা রেল যাত্রীদের করোনা পরীক্ষার কাজ। যদি তাদের কারোর সংক্রমণ থাকে, তাহলে তো দ্রুত ছড়িয়ে পড়তে পারে সাধারণ মানুষের মধ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584