নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
‘সেরা মা’ দাসপুরের এই প্রাথমিক বিদ্যালয় পুরস্কৃত করল সেরা মাকে
একেবারে অনাড়ম্বরে নিজেদের বিদ্যালয় কক্ষেই বিদ্যালয়ের এবারের বাৎসরিক অনুষ্ঠান পালন করল দাসপুর ১ ব্লকের নাড়াজোল-২ চক্রের সিঙ্গাঘাই প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপন মাইতি জানান,তাঁরা ৬ ফেব্রুয়ারি সকালথেকেই নাচ,গান,আবৃত্তির মাধ্যেমে দিনটি পালন করেন। বিদ্যালয়ের শিক্ষা,ক্রীড়া,পরিচ্ছন্নতা ও নানা প্রতিযোগিতায় সাফল্য পাওয়া ছাত্রছাত্রীদের পুরস্কৃত করেন।
আরও পড়ুনঃ ইন্টারন্যালের নম্বর ছাড়া ফল প্রকাশ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে
ছাত্রছাত্রীদের পেছনে থেকে যে মানুষটি প্রতিনিয়ত শিক্ষার্থী তথা সন্তানের ভালোমন্দের কথা ভেবে সর্বদা ব্যস্ত থাকেন এবার সেই সেরা মায়ের জন্য ছিল বিশেষ পুরস্কার।
বিদ্যালয়ের পক্ষে এবার সেরা মা হন শম্পা পন্ডিত। সিঙ্গাঘাই প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনির ছাত্র পুষ্পেন্দুর মা শম্পা দেবি তাঁর ছেলের পিছনে কতটা সময় দেন,কেমন পরিচ্ছন্ন রাখেন,ছেলের পড়াশোনা,খেলাধুলায় কতটা সচেতন সেসবের বিচারেই এবারের সেরা মা হন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপনবাবু বলেন,বিদ্যালয়ের ‘সেরা মা’ কে সম্মান দেওয়ার মধ্যদিয়ে আমরা ছাত্রছাত্রীদের মায়েদের উদ্বুদ্ধ করতে চেয়েছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584