শ্যামল রায়,কাটোয়াঃ
পান চাষে আগে লাভ থাকলেও বর্তমানে সংকটের মধ্যে পড়েছেন পান চাষিরা।চাষাবাদে লাভের যে অনিশ্চয়তা তা পান চাষেও বর্তমান।কাটোয়া মহকুমার অগ্রদ্বীপে একমাত্র পান চাষ হয়ে থাকে।বর্তমানে জল বাহিত রোগের কারণে অগ্রদ্বীপে বারবার ক্ষতির মুখে পড়ছেন পান চাষিরা।পান চাষ করেও চাহিদামত লাভ করতে পারছেন না বলে অভিযোগ এলাকার পান চাষিদের।অন্যদিকে সরকারি সাহায্য মিলছে না বলে চাষিদের একাংশের অভিযোগ।
চাষিদের অভিযোগ যে সরকার পান চাষিদের পাশে থাকার কথা বার বার বললেও এখন পর্যন্ত তেমন কোন সুবিধা তারা পাননি,এবং তাঁরা জেলা উদ্যানপালন বিভাগের সহযোগিতায় তারা পান না।এমন নানাবিধ সরকারি দপ্তরের অবহেলার শিকার পান চাষিরা।পান চাষিরা পান ছেড়ে কলা বা সবজি চাষ অনেকে করলেও প্রকৃত অর্থে যারা পান চাষের জন্য খরচ করে ফেলেছেন তারা আর অন্য দিকে পা বাড়াতে পারছেন না তাই লাভ কিংবা লোকসান যাইহোক পান চাষ কে অবলম্বন করেই বেঁচে থাকার স্বপ্ন দেখছেন ওই এলাকার শতাধিক পান চাষি।
অগ্রদ্বীপে উৎপাদনের কারণে চাষিদের পানকে বিভিন্ন জায়গায় বিক্রি করার জন্য যে যোগাযোগ ব্যবস্থা দরকার এখানে রয়েছে তাই অনেকেই অন্যান্য ফসলের থেকে পান কে গুরুত্ব দিয়ে থাকেন।অথচ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বহুবার পান চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু সরকারের তরফ থেকে সেরকম কোনো সহযোগিতা আজও তারা পাননি বলে অভিযোগ।
আরও পড়ুনঃ শীত পড়তেই পান চাষীদের কপালে চিন্তার ভাঁজ
আবার পান চাষ করে যে লভ্যাংশ হওয়া দরকার তাও তারা পান না তাই শুধুমাত্র খরচটা ওঠে এই পান চাষ থেকে এমনটা জানিয়েছেন এলাকার পান চাষিরা।তবে এই প্রসঙ্গে কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত ও পূর্ত দপ্তরের কর্মাধক্ষ্য সুব্রত মজুমদার জানিয়েছেন যে,’আমরা পান চাষিদের ক্ষতির ব্যাপারে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষয়টি দেখছেন আশা করব আগামী দিন থেকে পান চাষিদের পাশে সরকার দাঁড়াবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584