বিশ্বাসঘাতকদের থেকে সাবধান থাকার আহ্বান করে ভোট প্রচারে সাংসদ চেয়ারম্যান

0
59

নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ আগামী ১৪ মে রাজ্যে একদফায় পঞ্চায়েত নির্বাচন তাই তার প্রাক্কালে মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করতে জেলা জুড়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় সর্বত্র জোড়াফুলের পতাকায় ছেয়ে গেছে। জেলা সভাপতি বিপ্লব মিত্রর পাশাপাশি প্রচারে নেমে পড়েছেন সাংসদ অর্পিতা ঘোষও। বিরোধীদের অপপ্রচার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ময়দানে নেমেছেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যানও। জেলার বালুরঘাট তপন ও হিলির পাশাপাশি বংশীহারি ব্লকের মহাবাড়ি এলাকায় পথসভা করেন পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। কুশকারী গ্রামের এই পথসভায় দলের সর্বস্তরের কর্মী ও সংগঠন দের ঝাপিয়ে পরার নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে দল বিরোধী ও বিশ্বাস ঘাতকদের থেকে সাবধান থাকার ব্যাপারেও কর্মীদের সতর্ক সচেতন করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here