সুদীপ পাল,বর্ধমানঃ
ফুটবল প্রেমে বাঙালী মজে থাকে। ভালোবাসে সিনেমা দেখতে। এখন যদি সিনেমা আর ফুটবলের যুগলবন্দী হয়! তাই হয়েছে বর্ধমানে । ১৩ মিনিটের তথ্যচিত্র তৈরি হয়েছে। তাও সম্পূর্ণ পার্সিয়ান ভাষায়। এবার এই তথ্যচিত্রই প্রদর্শিত হবে ইরানের বিশেষ চলচ্চিত্র উৎসবে। ছবির নেপথ্যে যে দুই কারিগর তাঁরা হলেন বর্ধমানের লোকো কলোনীর কে কে মল্লিক এবং ছবির সম্পাদক দুর্গাপুরের সৌভিক দাস। কি নিয়ে এই তথ্যচিত্র? জানা গেছে ইরানের প্রখ্যাত ফুটবলার জামশেদ নাসিরীর ফুটবল জীবন ও ভারতকে ভালোবাসার গল্প।
১৯৭৭ সালে নাসিরী কি ভাবে ভারতে এলেন। কলকাতার ইষ্টবেঙ্গল, মহামেডান স্পোটিং ক্লাবে খেলার স্মৃতি এবং ভারতীয় ফুটবলের ক্রমোন্নতি প্রভৃতি দেখানো হয়েছে। উল্লেখ্য, নাসিরির জন্মস্থান ইরানের খরমা শহর। ‘টেল অফ নাশিরী ‘ নিয়ে উৎসাহিত পরিচালক ছাড়াও বর্ধমানের যুব সমাজ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584