মেদিনীপুরে রেড ভলান্টিয়ার্সদের পাশে ভগৎ সিং ফাউন্ডেশন

0
45

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে যখন প্রায় বেসামাল গোটা দেশ,তখন বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে গোটা বাংলা জুড়ে ছুটে বেড়াচ্ছেন রেড ভলান্টিয়ারর্সরা।পশ্চিম মেদিনীপুর জেলার অন্যান্য অংশের মতো মেদিনীপুর শহরেও সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াচ্ছেন এই বামপন্থী ছাত্র-যুবদের নেতৃত্বাধীন এই রেড ভলান্টিয়ার্সরা।

bhagat singh foundation | newsfront.co

red volunteers | newsfront.co

শনিবার মেদিনীপুর শহরের এই রেড ভলান্টিয়ার্সদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো মেদিনীপুরের ভগৎ সিং ফাউন্ডেশন। শনিবার সকালে শহরের পঞ্চুর চকে এক অনাড়ম্বর কর্মসূচির মাধ্যমে রেড ভলান্টিয়ার্সদের হাতে টি-শার্ট,মাস্ক ,স্যানিটাইজার,গ্লাভসসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

helped people | newsfront.co

red volunteers | newsfront.co

পাশাপাশি এদিন ফাউন্ডেশনের পক্ষ থেকে শহরের টোটো চালক স্বপন জানাকে সংবর্ধনা জানানো হয়।তিনি দিন-রাত যখনই প্রয়োজন তখনই জীবনের ঝঁকি নিয়ে রুগীর বাড়িতে বা চিকিৎসাকেন্দ্রে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন।

আরও পড়ুনঃ করোনা যোদ্ধা হিসেবে ব্যাঙ্ককর্মীদের টিকাকরণে সম্মতি দিল রাজ্য সরকার

এদিনের কর্মসূচিতে ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন কুন্দন গোপ,প্রদীপ সিংহ মহাপাত্র, পাপিয়া চৌধুরী, পিনাকী পাল,প্রীতম সরকার, সুরজিৎ সরকার, ঋদ্ধি মুখার্জি সহ অন্যান্যরা।অন্যদিকে রেড ভলান্টিয়ার্সদের পক্ষে উপস্থিত ছিলেন আব্দুল রাফে,মানস প্রামাণিক, সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here