রিচা দত্ত,বহরমপুরঃ

দুগ্ধ সংগ্রহে এক লক্ষ লিটার দুধ সংগ্রহের লক্ষ মাত্রা স্পর্শ করা উপলক্ষে আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ভাগীরথী দুগ্ধ সমবায় সমিতির উদ্যোগে।বহরমপুর রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে আজ দুপুরে এক বৃহৎ কেক কাটার মধ্যে দিয়ে এই সাফল্য উদযাপনের সূচনা হয়।একই সাথে পাঁচশোটি দুগ্ধ উৎপাদক সমিতি গঠনের সাফল্য উদযাপিত হয়।

পাশাপাশি এদিন নবরূপে ভাগীরথী দুগ্ধ সমবায়ের ওয়েবসাইটের উন্মোচন করা হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী,তিনি জানান মাত্র ছয় মাস আগে ৩৯হাজার লিটার দুগ্ধ উৎপাদক থেকে এখন বেড়ে দাড়িয়েছে ১লক্ষ লিটারে।

আরও পড়ুন: সুন্দরীনী প্রকল্পের দুগ্ধ সমবায় সমিতি গড়ে পরিবারে ফিরছে স্বচ্ছলতা

মন্ত্রীর ঘোষনা অনুযায়ী ২৭ টাকা থেকে ১টাকা বাড়িয়ে ২৮ টাকা লিটার দাম করা হয়েছিল দুধের।প্রতিটি সমবায় সমিতিকে ভাগিরথী দুগ্ধ সমবায় সমিতি তার নিজের তহবিল থেকে ১০ হাজার টাকা হিসাবে ৪৫লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

মাত্র ছয় মাসে এই সংস্থা ৪০কোটি টাকা থেকে বেড়ে ৭৫কোটি টাকা হয়েছে।সমিতির সংখ্যা ৩৬৪থেকে বেড়ে ৫০৫টি হয়েছে।দুগ্ধ উৎপাদনকারী পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে ২.৫ লক্ষ হয়েছে। এদিনের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন,মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন মন্ডল,জেলাশাসক ডঃ পি উলগানাথন সহ অন্যান্য আধিকারিকগন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584