মেছেদায় ব্যতিক্রমি ভাইফোঁটা! রাতের পাহারাদার সারমেয়দেরও কপালে পড়ল ফোঁটা

0
80

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

সোমবার সর্বত্র পালিত হচ্ছে ভাইফোঁটা। বোন বা দিদিরা তাদের ভাইয়ের মঙ্গল কামনায় কপালে ফোঁটা দিয়ে যমের দুয়ারে কাঁটা ফেলে মঙ্গল প্রার্থনা করে। তবে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেছেদায় কয়েকজন সমাজ সচেতক ব্যক্তির উদ্যোগে আজ এই বিশেষদিনটি ব্যতিক্রমিভাবে পালন করা হল।

bhai phonta | newsfront.co
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা

এদিন পথ কুকুরকে ফোঁটা দিয়ে অবলা জন্তুর পাশে দাঁড়াল তারা। এর উদ্যোক্তা কৃষ্ণেন্দু বেরা জানান,”বর্তমানে রাতবিরেতে কোন মহিলা বেরোতে পারেনা রাস্তায়। মাঝেমধ্যেই খুন ধর্ষনের খবর মেলে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়।

আরও পড়ুনঃ ভাইফোঁটার দিনে মহিলাদের সুরক্ষা প্রদানের অঙ্গীকার দিলীপের

রাস্তায় রাতপাহারায় পথকুকুরেরা মানুষের বহু উপকার করে থাকে। তাই এই পথকুকুরেরা মানুষের ভালোবাসা পেলে রাতের নিরাপত্তায় অনেকটাই মানুষের সুবিধে হবে।পাশাপাশি অনেক সময় পথকুকুরকে নানাভাবে অত্যাচার করা হয়। কখনও গায়ে গরমজল দেওয়া,কখনও পুড়িয়ে মারা নানাভাবে অত্যাচার করা হয়, তাই এই উদ্যোগ।”

পথকুকুরদের পাশে দাঁড়াতে মেছেদার কয়েকজন সমাজ সচেতক ব্যক্তির উদ্যোগে ভাইফোঁটার দিনে পথকুকুরদের ফোঁটার আয়োজন করা হয়। এমন এই ব্যতিক্রমি উদ্যোগে খুশি এলাকাবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here