নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ছুটি বলতে তেমন একটা নেই। কাজই শেষ কথা। এরই মাঝে সামাজিকভাবে কর্তব্যপালনে সজাগ পুলিশ প্রশাসন। তেমনি এক দৃষ্টান্ত দেখা গেল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় পুলিশ প্রশাসনের কালী পূজার ঠিক পরেই সারা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় মঙ্গলবার পালিত হচ্ছে ভাতৃদ্বিতীয়া অর্থাৎ চলতি ভাষায় ভাই ফোঁটা। বোনেরা ভাইদের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকে।
নারায়ণগড় পুলিশ প্রশাসনের সামাজিক বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে এই কর্মসূচি করতে দেখা গেল এ দিন ।
অনেকের ভাই-বোন নেই। আবার কর্তব্য পালনের জন্যে অনেকেই বাড়ি যেতে পারেন না। তাই ভাইফোঁটা উৎসব যাতে তাদের কাছে ম্লান না হয় তাই থানার সমস্ত পুলিশ আধিকারিক, কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের নিয়ে ভাইফোঁটার আয়োজন হল থানায়। নারায়ণগড় থানার উদ্যোগে মহিলা পুলিশ কর্মী, কনস্টেবল থেকে সিভিক ভলান্টিয়ারেরা ভাইফোঁটা দিল অন্য পুলিশ দাদা, ভাইদের।
এদিনের কর্মসূচিতে শুধু পুলিশের কর্মী নয়, উক্ত থানা এলাকার বাইরের কয়েকজন বোনকেও আমন্ত্রণ জানানো হয়েছিল এই কর্মসূচিতে অংশ নেওয়ার। তেমনি এক অংশগ্রহণকারী নারায়ণগড়ের ডহরপুরের সঙ্গীতা পাল বলেন,”এই প্রথম এখানে এলাম। আমার নিজের কোনও ভাই বা দাদা নেই। এতদিন আত্মীয় কাউকে ভাইফোঁটা দিতাম। এখানে অনেককেই ফোঁটা দিলাম। বেশ আনন্দ লাগছে। দাদারা সবাই ভালো থেকে কাজ করুক। এটাই চাই।”
পাশাপাশি এদিন শুধু ফোঁটা নয়, ভাইদের পাত পেড়ে খাবার আয়োজন হয়েছিল ।ছিল লুচি, তরকারি,পায়েস এবং মিষ্টি। সাথে বোন, দিদিরাও খালি হাতে ফেরেননি। দাদা এবং ভাইয়েরা শাড়ি ও চুড়িদার তুলে দিয়েছেন তাদের। সব মিলিয়ে আজকের এই আয়োজন ছিল দেখার মত ।সামাজিক ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন আয়োজন করে থাকে পুলিশ প্রশাসন। তারই অঙ্গ হিসাবে আজকের এই আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
আরও পড়ুনঃ ভাইফোঁটায় দিদির বাড়িতে আদরের কানন সাথে বৈশাখী
পাশাপাশি এদিন ভাতৃদ্বিতীয়া উপলক্ষে মিষ্টির দোকানে ও ছিল বোনেদের ভিড় ।কারিগরেরা রাত দিন সমান করে বিভিন্ন ধরনের মিষ্টি বানিয়ে ছিলেন।তার সবকিছুই দিনের প্রথমেই প্রায় শেষের মুখে। খুশি দোকানিরাও ।মোটের ওপর এই ভাতৃদ্বিতীয়ায় মিষ্টির দোকানের ব্যবসা চলেছে রমরমিয়ে। সেই সঙ্গে ভাই-বোনেদের উপহার তুলে দেওয়ার জন্য মনোহারী দোকান থেকে শুরু করে কাপড়ের দোকান গুলিতেও ভীড় যথেষ্ট পরিমাণ লক্ষ্য করা গেছে। সব মিলিয়ে এবারের ভাতৃদ্বিতীয়া মোটের উপর সবার ভালই হল বলে মনে করছে সবাই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584