অনাথ আশ্রমে ভাইফোঁটা ঘিরে উদ্দীপনা

0
81

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

মঙ্গলবার ভাইফোঁটার দিনে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ব্লকের ভূপতিনগর এলাকার পাউসী অন্তর্দয় অনাথ আশ্রমের পক্ষ থেকে গণ ভাইফোঁটার আয়োজন করা হয়।

Bhaifota celebration at orphanage | newsfront.co
নিজস্ব চিত্র

মূলত যেসব অনাথ বাচ্চারা আশ্রমে থাকে তাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক যাতে অটুট থাকে এছাড়াও তারাও যাতে বুঝতে পারে আমাদেরও বোন আছে সেই ভাবনাকে কাঁধে নিয়েই মূলত এই আয়োজন, শুধু তাই নয় এলাকার থাকা বহু পরিবারের বাচ্চাদের ভাই অথবা বোন নেই তারাও এই দিনে এই আশ্রম এসে ভাইফোঁটা নিয়ে এদিনটি মহা ধুমধামের সঙ্গে পালন করে।

এই দিন এই আশ্রম এ প্রায় ২০০ জন ভাইকে বোনেরা ফোঁটা দেয়। এই উপলক্ষে নানান মুখরোচক খাবার দেওয়া হয় এই দিন।

আরও পড়ুনঃ প্রতিবন্ধকতাকে পরাস্ত করা দিদি, ভাইয়ের মঙ্গল কমানায় পা দিয়েই ফোঁটা

আশ্রমের এক কর্মকর্তা জানান এ বছর আমরা ২৫ বছরের পা দিয়েছি। যেভাবে এলাকাবাসীসহ বিভিন্ন ব্যক্তি আমাদের সহযোগিতা করে আসছে আগামী দিনেও চালিয়ে যাব এমন ধারণা।
আশ্রমের কর্মকর্তার, অন্যদিকে খুশি ছোট ছোট শিশু থেকে এলাকার মানুষজন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here