শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
দেশকে আতঙ্কবাদ, সন্ত্রাসবাদের হাত থেকে নিরাপদে রাখা তাঁদের একমাত্র লক্ষ্য। নিজের আত্মীয়-স্বজন, পরিবার সকলের থেকে দূরে, ঝড়-জল-বৃষ্টি উপেক্ষা করে সীমান্তে প্রতি মুহূর্তে টহল দিয়ে দেশকে রক্ষা করতে ব্যস্ত তাঁরা। আর পাঁচটা সাধারণ মানুষের মত জীবন-যাপন নয় তাঁদের। উৎসবের সময়ও ছুটি মেলা ভার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জওয়ানদের।
তবে তাঁরা যাতে ভাতৃদ্বিতীয়ার আনন্দ থেকে বঞ্চিত না হন, সেই জন্য এ দিন বালুরঘাটের সুচেতনা ব্যানার্জী-সহ চারজন থালা ও মিষ্টির প্যাকেট নিয়ে পৌঁছে যান শহর সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তে। কাঁটাতারের বেড়া সংলগ্ন ‘ডাংগি’ তে গিয়ে সীমান্তে থাকা ১২২ নম্বর ব্যাটিলিয়নের বিএসএফ বাহিনীর জওয়ানদের ভাইফোঁটা দিয়ে মিষ্টিমুখ করালেন তাঁরা। ভাতৃদ্বিতীয়ার দিনে এমন একটি বড় পাওনা পেয়ে বেজায় খুশি সীমান্তরক্ষী বাহিনীরা।
সুচেতনা ব্যানার্জী সীমান্তের জওয়ানদের ফোঁটা দিয়ে জানান, “আমরা তো সারা বছর উৎসবের দিনগুলো নিজেদের পরিবার ভাই-বোনদের সঙ্গে আনন্দে কাটাই। কিন্তু সীমান্তের জওয়ানরা প্রতিমুহূর্তে পাহারা দিয়ে চলেছেন। তাঁরা এই আনন্দের মুহূর্তগুলো থেকে বঞ্চিত। তাঁদের জন্য আমরা রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি। সীমান্তের বিএসএফ জওয়ানরা তো কারুর না কারুর দাদা নয় ভাই। তাঁরা এই ভাতৃদ্বিতীয়া থেকে বঞ্চিত হন। সেই উদ্দেশ্যে তাঁদের মুখে হাসি ফোটাতে, আনন্দ দিতে আমাদের এই প্রয়াস।”
আরও পড়ুনঃ ভাইফোঁটায় দিদির বাড়িতে আদরের কানন সাথে বৈশাখী
অন্যদিকে বিএসএফ কমান্ডার অনিল কুমার জানান, এরকম একটি উদ্যোগে তাঁরা প্রত্যেকেই খুব খুশি হয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584