শুভময় সেন,মুর্শিদাবাদঃ
ন্যানোস্কেল ম্যাটেরিয়াল নিয়ে গবেষণা করে এবারের ভারত বিকাশ পুরস্কার-২০১৮ সম্মান পেলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে রসায়ণ বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত ডঃ মোহাম্মদ পলাশউদ্দিন সেখ।গত ১লা ডিসেম্বর ভুবনেশ্বরের প্রেস ক্লাব অব ওড়িশাতে এক জাতীয় স্তরের সেমিনারে তার হাতে এই সম্মানটি তুলে দেয় ওড়িশার প্রাক্তন অর্থমন্ত্রী তথা ইনস্টিটিউট অব পাবলিক ফিন্যান্স এন্ড পলিসি এর বর্তমান চেয়ারম্যান শ্রী পঞ্চানন কানুনগো।একদিনের এই সেমিনারটির আয়োজন করেছিল ওড়িশ্যার ভূবনেশ্বর স্থিত ইনস্টিটিউট অব সেল্ফ রেলিয়েন্স। বুদ্ধিজাবিদের সামাজিক দায়দায়িত্ব- শীর্ষক এই সেমিনারে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন স্তরের বুদ্ধিজীবি, রাজনীতিবিদ এবং শিক্ষাবিদেরা।
ইনস্টিটিউট অব সেল্ফ রেলিয়েন্স প্রতি বছর এমনই জাতীয় স্তরের সেমিনার আয়োজন করে এবং শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য বিভিন্ন বিষয়ে ভারত বিকাশ পুরস্কার দিয়ে থাকে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সারগাছির মত প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা মোহাম্মদ পলাশউদ্দিন সেখ এ দেশে ন্যানোস্কেল ম্যাটেরিয়াল নিয়ে গবেষণা করে সম্মানিত হলেন।তিনি তার পি এইচ ডি-র গবেষণায় ক্যারামেল জাতীয় খাবারে (দগ্ধ-শর্করা, যেমন পাউরুটির কালো অংশ, কর্ণফ্লেক্স, গুড় প্রভৃতি) কার্বণ ন্যানো-কণা আবিস্কার করে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করেছেন। তার এই গবেষণায় সুপারভাইজার ছিলেন আই আই টি-গুয়াহাটির প্রফেসর অরুণ চট্টোপাধ্যায়।বর্তমানে তিনি শক্তি,পরিবেশ, অনুঘটক,সেন্সিং এবং অপ্টইলেকট্রনিক যন্ত্রের উদ্ভাবনে ন্যানো-কণার প্রয়োগের উপর গবেষণা করছেন। তার গবেষণাপত্র জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।টিম নিউজফ্রন্টের পক্ষ থেকেও আমরা গর্বিত অধ্যাপক ডঃ মোহাম্মদ পলাশউদ্দিন সেখের এই সম্মানে গর্বিত।পলাশউদ্দিন নিউজফ্রন্টের শুভাকাঙ্ক্ষী এবং নিউজফ্রন্টের ফিচারে তাঁর লেখাও প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন: দাঁ প্রফেসর অফ ফুটবল আর্সেন ওয়েঙ্গার – ডঃ মোহাঃ পলাশউদ্দিন সেখ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584